Panihati: ভিতরে টাকা গোনার মেশিন, একাধিক মোবাইল, সোদপুরে গাড়ি-রহস্য

North 24 Parganas: পুলিশ সূত্রে খবর, গাড়ির ভিতরে বেশকিছু প্যানকার্ড, এটিএম কার্ড, নথিপত্র উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু প্রেসকার্ডও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কোনও অসৎ উদ্দেশে কেউ এই গাড়িটি রেখে গিয়েছিল কি না পুলিশ তা খতিয়ে দেখছে।

Panihati: ভিতরে টাকা গোনার মেশিন, একাধিক মোবাইল, সোদপুরে গাড়ি-রহস্য
গাড়ির ভিতর পড়ে আছে জলের বোতল।
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 11:13 AM

খড়দহ: এলাকায় চলছে ‘এক্সপো’ (Panihati Expo)। এরইমধ্যে উদ্ধার টাকা গোনার মেশিন, একাধিক মোবাইল ফোন-সহ পরিত্যক্ত একটি গাড়ি। শুক্রবার খড়দহ (Khardah) থানার পুলিশ এগুলি উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুরের পানিহাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোদপুর অমরাবতী মাঠে শুরু হয়েছে ৩৬ দিনের ‘পানিহাটি এক্সপো’। এই মেলার মঞ্চের পিছনে ভিআইপি গেটের কাছে গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে পড়ে ছিল একটি XUV গাড়ি। শুক্রবার সেটিকে বাজেয়াপ্ত করে খড়দহ থানার পুলিশ। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে ১৬টি মোবাইল ফোন এবং টাকা গোনার মেশিন।

পুলিশ সূত্রে খবর, গাড়ির ভিতরে বেশকিছু প্যানকার্ড, এটিএম কার্ড, নথিপত্র উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু প্রেসকার্ডও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কোনও অসৎ উদ্দেশে কেউ এই গাড়িটি রেখে গিয়েছিল কি না পুলিশ তা খতিয়ে দেখছে। গাড়ির মালিকানার বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি বেশ কয়েকদিন ধরেই এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সাদা রঙের অচেনা ওই গাড়ি এলাকায় পড়ে থাকলেও এলাকার লোকজনের কি কোনও সন্দেহ হয়নি? পুলিশকে কি বিষয়টি জানানো হয়েছিল, সেসব প্রশ্নও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।

গাড়ির সিটে জলের বোতল, স্যানিটাইজারের বোতলও পড়েছিল। জানা গিয়েছে, বাঁকুড়া আঞ্চলিক পরিবহণ দফতরের থেকে গাড়িটি রেজিস্ট্রেশন করানো হয়েছিল। সেলিম মিদ্যা নামে এক ব্যক্তির এই গাড়ি বলেও জানতে পেরেছে পুলিশ। প্রায় ১০ বছর আগের গাড়ি এটি। গাড়িটি আদৌ ওই ব্যক্তিরই কি না, বাঁকুড়ার গাড়ি হলে তা কীভাবে উত্তর ২৪ পরগনার সোদপুরে এল, তার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।