Body Recover: ‘জিআরপি থেকে বলছি’, ভরদুপুরে ফোন আসতেই সন্দেহ হয়েছিল বাবার; এরপরই সেই দুঃসংবাদ

Barasat: প্রতিদিনই সকাল সকাল টোটো নিয়ে বেরিয়ে পড়েন রাজেশ। সেইমতোই বুধবারও বাড়ি থেকে বের হন বলেই সূত্রের খবর।

Body Recover: 'জিআরপি থেকে বলছি', ভরদুপুরে ফোন আসতেই সন্দেহ হয়েছিল বাবার; এরপরই সেই দুঃসংবাদ
রাজেশ মণ্ডল।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2023 | 8:51 AM

বারাসত: উত্তর ২৪ পরগনার যশোর রোডের পাশে কালভার্টের নীচে থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার (Body Recover) হয়েছে। জানা গিয়েছে, ওই যুবক এলাকায় টোটো চালাতেন। শুক্রবার রাতে গোবরডাঙা থানার গণদীপায়ণ এলাকার যশোর রোডের পাশ থেকে দেহটি উদ্ধার হয়। ওই যুবকের দেহে, মুখে আঘাতের চিহ্ন ছিল। খবর দেওয়া হয় থানায়। পুলিশ দেহ উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজেশ মণ্ডল। ২৫ বছর বয়স। বাড়ি গোবরডাঙা থানার খাটুরা বিবেকপাড়া এলাকায়। পরিবারের অভিযোগ, রাতে একটি সন্দেহজনক ফোন আসে বাড়িতে। তাতেই বাড়ির লোকজনের সন্দেহ হয়। এরপর থেকে ছেলের কোনও খোঁজ ছিল না। এরপরই তাঁরা জানতে পারেন ছেলের ভয়ঙ্কর পরিণতির কথা।

প্রতিদিনই সকাল সকাল টোটো নিয়ে বেরিয়ে পড়েন রাজেশ। সেইমতোই বুধবারও বাড়ি থেকে বের হন বলেই সূত্রের খবর। রাজেশের বাবা একান্ত মণ্ডলের কথায়, সকাল ১০টা নাগাদ বাড়িতে ফিরে আসেন। মাকে ভাত রান্না করার কথাও বলেন। জানান, ভাত খেয়ে টোটো নিয়ে বেরোবেন। এরপরই কিছুক্ষণের জন্য টোটো স্ট্যান্ডে যান রাজেশ। সেই সময় টোটোটি বাড়িতেই ছিল।

কিন্তু এরপর অনেকটা সময় কেটে গেলেও বাড়ি ফেরেননি রাজেশ। পরে দুপুর ২টো নাগাদ ছেলের ফোন থেকে বাবার ফোনে ফোন আসে। সেখানে বলা হয়, জিআরপি থেকে বলছেন। এমনও বলেন, ফোন পে করে যেন আড়াই হাজার টাকা পাঠান। তাতেই সন্দেহ হয় বাড়ির লোকের। কেন পুলিশ এভাবে ফোন পে-তে টাকা পাঠাতে বলবে?

এরপর সারাদিন ছেলের আর খোঁজ পাননি মণ্ডল পরিবার। এরপর বুধবার সন্ধ্যায় সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে গোবরডাঙা থানায় একটি মিসিং ডায়েরি করেন রাজেশের বাড়ির লোকজন। তদন্তে নামে পুলিশ। এরপর শুক্রবার রাতে তাঁর পচা গলা দেহ উদ্ধার হয়। মৃত যুবকের বাবা জানান, ছেলেকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।