Youth stabbed: পিকনিকে অশান্তি, ঝামেলার সময় যুবকের পেটে মারা হল ছুরি
রবিবার গোবরডাঙা কঙ্কনা বিনোদন পার্কে পিকনিকের ভিড় ছিল সকাল থেকেই। বিকালে দুই পিকনিক পার্টির মধ্যে অশান্তি শুরু হয়। সে সময়ই আচমকা এক যুবকের পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় আহত যুবককে নিয়ে আসা হয় হাবরা হাসপাতালে।
গোবরডাঙা: শীতকালের রবিবার মানেই পিকনিকের ধুম। কিন্তু পিকনিকে গিয়েই ঘটল বিপত্তি। পিকনিকে গিয়ে ছুরিকাহত হলেন এক যুবক। দুই দলের মধ্যে ঝামেলার জেরেই পেটে ছুরি ভুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আহত অবস্থায় হাসপাতালে আনা হয় আহত যুবককে। সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙা থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি এই ঘটনায়।
রবিবার গোবরডাঙা কঙ্কনা বিনোদন পার্কে পিকনিকের ভিড় ছিল সকাল থেকেই। বিকালে দুই পিকনিক পার্টির মধ্যে অশান্তি শুরু হয়। সে সময়ই আচমকা এক যুবকের পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় আহত যুবককে নিয়ে আসা হয় হাবরা হাসপাতালে। হাবরা হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। সেই বচসা নিয়ন্ত্রণে আনেন পার্কের কর্মীরা। পরে সেখানে পৌঁছয় গৌবরডাঙা থানার পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম সঞ্জয় দাস। তাঁর বাড়ি অশোকনগরের বাইগাছি এলাকায়। তিনি বলেছেন, “খেয়ে ওঠার পরই আমি দেখি কয়েক জন ঝামেলা করছে। আমাদের কয়েক জনকে মারছে। তা দেখে আমি ঝামেলা থামাতে গিয়েছিলাম। সে সময়ই হঠাৎ আমার পেটে ছুরি মারে। আমি পাশে বসে পড়ি। দেখি রক্ত বের হচ্ছে। আমার মাথা ঘুরছিল।”