Patient’s Death: টনসিলে অস্ত্রোপচার করাতে এসে জীবন গেল তরুণীর, বিক্ষোভ বাগুইআটির নার্সিংহোমে

ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ২৫ জানুয়ারি মীনাক্ষীকে ভর্তি করানো হয়। সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক রবিবার দুপুর ১টা নাগাদ রোগীর অস্ত্রোপচার করেন। ২টোর মধ্যে অস্ত্রোপচার শেষ হয়ে যায়। চিকিৎসক সে সময় রোগীর পরিবারকে জানান, সুস্থ আছেন মীনাক্ষী।

Patient's Death: টনসিলে অস্ত্রোপচার করাতে এসে জীবন গেল তরুণীর, বিক্ষোভ বাগুইআটির নার্সিংহোমে
প্রতীকী ছবিImage Credit source: Freepik
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 11:36 AM

বাগুইআটি: টনসিলের অস্ত্রোপচার করাতে বাগুইআটির একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন এক তরুণী। সেখানে অস্ত্রোপচার সফল হয়েছিল বলে রোগীর আত্মীয়দের জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই রোগীর অবস্থার অবনতি হয়। এবং মৃত্যু হয় ওই তরুণীর। এর পরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান মৃত রোগীর আত্মীয়রা। ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনাও ছড়িয়েছে বাগুইআটির ওই নার্সিংহোমে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ।

গলায় ব্যথা নিয়ে ইএনটি বিশেষজ্ঞ রাহুল সরকারকে দেখিয়েছিলেন দমদম ক্যান্টনমেন্ট মাঠকল সুকান্তপল্লীর বাসিন্দা মীনাক্ষী বৈরাগী সরকার (১৯)। চিকিৎসক গলায় ইনফেকশন হয়েছে বলে অবিলম্বে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। সেই মতো ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ২৫ জানুয়ারি মীনাক্ষীকে ভর্তি করানো হয়। সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক রবিবার দুপুর ১টা নাগাদ রোগীর অস্ত্রোপচার করেন। ২টোর মধ্যে অস্ত্রোপচার শেষ হয়ে যায়। চিকিৎসক সে সময় রোগীর পরিবারকে জানান, সুস্থ আছেন মীনাক্ষী। অপারেশন সফল হয়েছে বললেও রোগীর পরিবার যখন রোগীকে দেখতে যান তখন রোগী নার্সিংহোমের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বলে অভিযোগ রোগীর পরিবারের। এরপর রোগীকে আইসিইউতে শিফট করা হয়। রাত ১০টা র কিছুক্ষণ বাদেই রোগীর পরিবার জানতে পারেন মৃত্যু হয়েছে মীনাক্ষীর। সে সময় হাসপাতলে কোনও চিকিৎসক ছিল না বলেও দাবি রোগীর পরিবারের।

এই মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনলেন রোগীর আত্মীয় পরিজনরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ভিআইপি রোডের বাগুইআটি জোড়া মন্দির এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। যদিও বাগুইআটি থানায় এখনও অভিযোগ হয়নি। ঘটনা নিয়ে মৃতের ভাই বলেছেন, “আমার বোনকে মেরে ফেলল। আমি এদের কঠিন শাস্তি চাই।”