Dilip Ghosh: দিলীপের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ! ‘অসংসদীয়’ মন্তব্যে বাড়ল অস্বস্তি

Dilip Ghosh Controversial Remarks: এবার 'বিতর্কিত' মন্তব্যের জেরে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল পুলিশের কাছে। বুধবার দুপুরে দুর্গাপুর থানার সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে দিলীপ ঘোষের নামে অভিযোগ জানালেন মনোজ চাঁদ নামে এক আইনজীবী। তৃণমূলপন্থী এই আইনজীবীর পুলিশের কাছে লিখিত অভিযোগ দিলীপ ঘোষের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের ইস্যুতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Dilip Ghosh: দিলীপের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ! 'অসংসদীয়' মন্তব্যে বাড়ল অস্বস্তি
মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2024 | 6:40 PM

দুর্গাপুর: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ ঘোষের ‘বিতর্কিত’ মন্তব্য ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই দিলীপকে শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। দিলীপের বিরুদ্ধে রিপোর্টও কমিশন দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এসবের মধ্যেই এবার ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল পুলিশের কাছে। বুধবার দুপুরে দুর্গাপুর থানার সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে দিলীপ ঘোষের নামে অভিযোগ জানালেন মনোজ চাঁদ নামে এক আইনজীবী। তৃণমূলপন্থী এই আইনজীবীর পুলিশের কাছে লিখিত অভিযোগ দিলীপ ঘোষের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের ইস্যুতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বুধবার দুপুরে আইনজীবীদের এক প্রতিনিধি দল যান সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে। দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর পর, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পুলিশ ফাঁড়ির সামনেই বিক্ষোভ দেখান তাঁরা। দিলীপ ঘোষের বিরুদ্ধে ও বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন তৃণমূলপন্থী আইনজীবীরা। এদিনের ঘটনা প্রসঙ্গে, দুর্গাপুর বার অ্যাসোশিয়েশনের সভাপতি তথা তৃণমূলপন্থী আইনজীবী দেবব্রত সাঁই বলেন, ‘সংবাদমাধ্যমে দেখেছি, তিনি কী ভাষায় কথা বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ঘটনাচক্রে তিনি দিলীপ ঘোষেরও মুখ্যমন্ত্রী। একজন সাংসদের মুখে সাধারণ মানুষ এই ধরনের কথা শুনলে, সেই সাংসদ ও তাঁর দলকে দুর্গাপুরের মানুষ আগামী দিনে জবাব দেবে। তিনি যে অসংসদীয় কথা বলেন, সেগুলি সংশোধন করা প্রয়োজন।’

যদিও এই বিতর্কের আবহে দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও ব্যক্তিগত বিবাদ নেই। তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক যে এই প্রথমবার নয়, সেকথা নিজেই বলেছেন দিলীপবাবু। বিজেপি নেতার বক্তব্য়, ‘যাঁরা ভনিতা করেন, অন্যায় করেন, তাঁর সম্বন্ধে আমি বলি।’