Coal Scam: কলকাতা থেকে আসানসোলে আনা হল ইসিএলের ৮ কর্তাকে, হেফাজতে নেওয়ার পক্ষে সওয়াল সিবিআই-এর
Coal Scam: সড়কপথে বিশেষ নিরাপত্তার সঙ্গে ইসিএলের প্রাক্তন ও বর্তমান জেনারেল ম্যানেজার ও নিরাপত্তা আধিকারিকদের আসানসোলে আনা হয়।
আসানসোল: কয়লা পাচার মামলায় ধৃত ইসিএলের ৮ কর্তাকে পেশ করা হয়েছে আসানসোল বিশেষ সিবিআই আদালতে। সোমবার কলকাতার নিজাম প্যালেস থেকে গাড়িতে তাঁদের কলকাতায় নিয়ে আসা হয়। সড়কপথে বিশেষ নিরাপত্তার সঙ্গে ইসিএলের প্রাক্তন ও বর্তমান জেনারেল ম্যানেজার ও নিরাপত্তা আধিকারিকদের আসানসোলে আনা হয়।
কয়লাপাচারকাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছিল ইসিএলের ৭ কর্তাকে। তাঁরা বর্তমানে ৫ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন। তাঁদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের নামও জানা যেতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা।
শনিবার ইসিএলের আরও এক প্রাক্তন জেনারেল ম্যানেজারকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার মোট ৮ জনকে একসঙ্গে পেশ করা হয় আসানসোল বিশেষ সিবিআই আদালতে।
গত বুধবার কয়লা পাচার মামলায় সাত জনকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দোপাধ্যায়, তন্ময় দাস, বর্তমান জেনারেল ম্যানেজার এসসি মৈত্র ও মুকেশ কুমারকে এই মামলায় দীর্ঘ জেরা করতে চায় সিবিআই। এছাড়া দুজন নিরাপত্তারক্ষী দেবাশিষ মুখোপাধ্যায় ও রিঙ্কু বেহারা সরসারি জড়িত এই কেলেঙ্কারিতে। সিবিআই-এর হাতে তেমনই তথ্য প্রমাণ এসেছে।
বৃহস্পতিবার তাঁদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তাঁদের জামিন নাকচ করে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। শুক্রবার পাণ্ডবেশ্বর এরিয়ার প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডাকা হয়েছিল। দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয় তাঁকেও। এবং তাঁকে শনিবার আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আপাতত প্রত্যেক ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই মামলা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা। আরও কোনও প্রভাবশালী জড়িত কিনা, সেটা জানতে মরিয়া সিবিআই।