Raniganj: পাড়ায় ঘুরছিলেন এক যুবতী, তিন যুবক… সন্দেহ হতেই রানিগঞ্জে তুলকালাম
Asansol: রানিগঞ্জের অশোকপল্লি কলোনি। সেখানকার উন্নয়ন সমিতি ক্লাব সংলগ্ন এলাকায় শনিবার এই ঘটনা ঘটে। অভিযোগ, এক মহিলা-সহ তিনজন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁরা এ রাজ্যের নন। এরপরই এলাকায় ছেলেধরা এসেছে বলে গুজব ছড়িয়ে পড়ে।
আসানসোল: এবার ছেলেধরা গুজব ছড়াল রানিগঞ্জে। রাজ্যের বিভিন্ন জায়গায় নিছক গুজবকে সামনে রেখে যখন পিটিয়ে মারার মতো ঘটনাও ঘটে যাচ্ছে অনায়াসে, তখন আরও একবার রটনায় ভর করে চাঞ্চল্য ছড়াল। রানগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডে ছেলেধরার গুজব ছড়াল এবার। তবে একটাই রক্ষা, গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেননি কেউ। বরং তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।
রানিগঞ্জের অশোকপল্লি কলোনি। সেখানকার উন্নয়ন সমিতি ক্লাব সংলগ্ন এলাকায় শনিবার এই ঘটনা ঘটে। অভিযোগ, এক মহিলা-সহ চারজন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁরা এ রাজ্যের নন। এরপরই এলাকায় ছেলেধরা এসেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। অভিযোগ, তাঁদের আটকে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
যদিও ওই যুবক-যুবতীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। অনাথ আশ্রমের জন্য টাকা সংগ্রহ করতে এসেছিলেন। এলাকার বেশ কয়েকজন ওই সংস্থার সদস্যদের বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন। তবে অনেকে বলতে থাকেন, সেইসব নথিপত্র ভুয়ো। সেখান থেকেই পরিস্থিতি তপ্ত হতে থাকে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। ওই যুবক-যুবতীদের থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের জিজ্ঞাসা করে সবটা জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা নন্দিতা পাল বলেন, “পাড়ার মধ্যে সাত সকালে এই ঘটনা। মোট চারজন ছিল। একজন মহিলা, তিনজন যুবক। বাড়িতে বাচ্চা রয়েছে। সত্যি হোক বা মিথ্যা হোক ভয় তো মানুষ পাবেই অচেনা লোক দেখলে। ছোট ছোট বাচ্চার ব্যাপার।”