School: জল নয়, টিউবওয়েল থেকে বেরচ্ছে ধোঁয়া, আতঙ্ক স্কুলে
School: স্কুলের টিউবওয়েল থেকে বের হচ্ছে ধোঁয়া। বাড়ছে রহস্য। ঘটনাস্থলে পুলিশ ও ইসিএলের আধিকারিকরা।
দুর্গাপুর : টিউবওয়েল থেকে জল খায় স্কুলের পড়ুয়ারা। স্কুলের অন্যান্য কাজেও ব্যবহার করা হয় এই টিউবওয়েলের জল। এবার সেই টিউবওয়েল থেকেই আচমকা বের হতে শুরু করল গ্যাস। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) অন্ডাল থানা এলাকার দিঘিরবাগান আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে। টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার খবর চাউর হতেই ব্য়াপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। কীভাবে জলের কল থেকে ধোঁয়া বের হতে পারে তাই ভেবে কূল পাচ্ছেন না স্থানীয়রা।
অন্ডাল থানা এলাকায় সিদুলি খোলামুখ কয়লা খনির কাছেই রয়েছে দিঘিরবাগান আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। ওয়াকিবহাল মহলের ধারনা কয়লা খনির কোনও গোলযোগ থেকেই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। গ্যাস বের হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন শংকরপুর খোলামুখ কয়লা খনির ইসিএল আধিকারিকরা। আসেন অন্ডাল থানার বনবহালার ফাঁড়ির পুলিশ কর্মীরাও। টিউবওয়েল থেকে যে গ্যাস বের হচ্ছে সেটি আদপে মিথেন গ্যাস বলেই অনুমান ইসিএল আধিকারিকদের। যদিও এ বিষয়ে আরও বিশদ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে দাবি তাঁদের। এদিকে এ ঘটনার জেরে ব্যাপাক উত্তেজনা তৈরি হয় স্কুলের পড়ুয়াদের মধ্যেও। আতঙ্কের আবহেই এদিন ছুটিও দিয়ে দেওয়া হয় স্কুলে। যদিও সূত্রের খবর, টিউবওয়েলটি আগে কাজ করলেও বিগত বেশ কিছুদিন পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল।
সূত্রের খবর, টিউবওয়েল সহ জায়গাটি কংক্রিট করে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিএল কর্তৃপক্ষ। তবে কী কারণে এই গ্যাস টিউবওয়েল দিয়ে বেরিয়ে আসছে তা জানতে জোরদার অনুসন্ধান শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ। বের হওয়া গ্যাসের নমুনা সংগ্রহ করে ল্যাবেও পাঠানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে স্কুলের শিক্ষক অমরনাথ ঘাটা বলেন, “আজ সকাল থেকে গ্যাস বের হচ্ছে। মিস্ত্রিরা কাজ করতে এসে আমাকে ফোন করে। আমি বিডিও স্যারকে খবর দিয়েছি। উনি ভিডিয়ো করে পাঠাতে বলেছেন। বিডিও স্যারই বলেছেন আজ স্কুলে ছুটি দিয়ে দিতে। প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের এদিন ছুটি দিয়ে দিয়েছি।”