কোথায় কোভিড বিধি! ভরা প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়ে সংবর্ধনা সভা সায়নীর

দুর্গাপুর: রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Sayooni Ghosh) দু’দিনের পশ্চিম বর্ধমান জেলা সফরের সোমবার ছিল শেষ দিন। আর এদিনই কোভিড বিধি (Covid Guidelenes) ভেঙে সভা করার অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এদিন বিকালে দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে সংবর্ধনা দেওয়া হয় সায়নী ঘোষকে। সেখানে যেমন মানা হয়নি দূরত্ববিধি, তেমনি অধিকাংশ নেতাকর্মীর মুখে দেখা যায়নি […]

কোথায় কোভিড বিধি! ভরা প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়ে সংবর্ধনা সভা সায়নীর
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2021 | 12:11 AM

দুর্গাপুর: রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Sayooni Ghosh) দু’দিনের পশ্চিম বর্ধমান জেলা সফরের সোমবার ছিল শেষ দিন। আর এদিনই কোভিড বিধি (Covid Guidelenes) ভেঙে সভা করার অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এদিন বিকালে দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে সংবর্ধনা দেওয়া হয় সায়নী ঘোষকে। সেখানে যেমন মানা হয়নি দূরত্ববিধি, তেমনি অধিকাংশ নেতাকর্মীর মুখে দেখা যায়নি মাস্ক!

এদিন সৃজনী প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়ে সায়নীকে দেখতে এসেছিলেন যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র, জেলা তৃণমূল, মহিলা তৃণমূল, যুব তৃণমূল ও আইএনটিটিইউসির জেলা সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলররা। এহেন সভাতেই উঠল কোভিড বিধিভঙ্গের অভিযোগ।

শাসক দলের এই অনুষ্ঠানে কোভিড বিধি মানার বালাই ছিল না। মুখে মাস্ক না পরে, ন্যূনতম দূরত্ববিধি না মেনে প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান হয়। সায়নী ঘোষ তাঁর ভাষণে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে আরো শক্তিশালী করতে জোর দেন। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ‘খেলা হবে’ স্লোগান তোলেন। এদিনের দলীয় অনুষ্ঠানে সবাইকে একসাথে কাজ করার বার্তা দিয়েছেন।এমনকি ভোটের সময় যারা দু নৌকায় পা দিয়ে কাজ করেছেন তারা নিজেরাই জানে। যারা সেফ খেলেছে তাদের এই মুহূর্তে তৃণমূলে কোনো জায়গা নেই। এদিন আসানসোলের রবীন্দ্রভবনেও একটি দলীয় অনুষ্ঠান করেন সায়নী। সেখান থেকে কেন্দ্রের সরকারকে তীব্র কটাক্ষ করেন।

সায়নী বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনেক কম। গত ২৪ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর ৭ মার্চ দিদি তাকে আসানসোল দক্ষিণের প্রার্থী করেন। কম মার্জিনে হেরেছেন। তার একটা দুঃখ অবশ্যই আছে। তবে লড়াই করেছেন। তাঁর কথায়, ‘দৌড়েছি। আপনারাও আমার সঙ্গে দৌড়েছেন। যারা দলে থেকে আমাকে হারানোর চেষ্টা করেছিলেন তাদের চিহ্নিত করা হয়েছে। সময়মতো দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

এদিকে এত সবের মধ্যে ফের রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে করোনা বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এর আগে মন্ত্রী অখিল গিরি থেকে একাধিক নেতামন্ত্রীর বিরুদ্ধে কোভিড বিধি ভাঙার অভিযোগ উঠেছে। যদিও তাঁরা কেউই সেই অভিযোগে আমল দেননি। অন্যদিকে বিজেপির দাবি, তারা কর্মসূচি করতে গেলেই করোনার দোহাই দেওয়া হয়। বাধা দেওয়া হয় কর্মসূচিতে। কিন্তু শাসক দল এ সবের ধার ধারে না। তারা যেন বিধি নিষেধের উর্দ্ধে! কয়েক দিন আগে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য মন্তব্য করেছিলেন, তৃণমূল সভা করলেই আহামরি আর বিজেপি করলে অতিমারি! এদিনের সায়নীর সভায় কোভিড বিধি নিয়ে প্রশ্ন ওঠার পর অনুষ্ঠানে থাকা একাধিক নেতাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু কেউ কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আরও পড়ুন: ‘আমরা আর দুয়ারে সরকারে কাজ করব না,’ বিডিও-র বিরাশি শিক্কার চড়ে চোখ ছলছল কর্মীর