City Centre: রক্তে ভাসছেন বৃদ্ধা, বাড়ির পিছনে তরুণী পরিচারিকার অবস্থা দেখে হতবাক পাড়ার লোকজন
Durgapur: ছাদের দিক থেকে উঠে দেখতে পান রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর পড়ে আছেন বছর সত্তরের বৃদ্ধা। তবে জ্ঞান আছে। পড়শিদের প্রশ্নের জবাবে বৃদ্ধা জানান, তাঁকে পিছন দিক থেকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।
পশ্চিম বর্ধমান (দুর্গাপুর): বাড়িতে একাই থাকেন বছর সত্তরের বৃদ্ধা। দেখাশোনার জন্য একটি মেয়ে থাকেন ছায়াসঙ্গী হয়ে। রবিবার সকালে বাড়ির ভিতর ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। সাড়ে ন’টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের অবসরপ্রাপ্ত ওই নার্সকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপর বাড়ির পিছন দিকে পরিচারিকাকেও পড়ে থাকতে দেখা যায়। দুর্গাপুর সিটি সেন্টার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দু’জনকেই ভর্তি করা হয়েছে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায়।
সিটি সেন্টারের আলাউদ্দিন খান বীথির ৩/১৯ নম্বর আবাসন। সেখানে থাকেন অপর্ণা ভট্টাচার্য নামে এক বৃদ্ধা। বছর দশেক আগে অপর্ণাদেবীর স্বামী মারা যান। তাঁদের একমাত্র মেয়ের এখন ঠিকানা মুম্বই। দুর্গাপুরের এই আবাসনে অপর্ণাদেবীকে পাহারা দেওয়ার জন্য থাকেন অপর্ণা নামেই এক তরুণী। এদিন সকালে অপর্ণাদেবীর তুমুল চিৎকার কানে যায় এলাকার লোকজনের। বুঝতেই পারেন, বৃদ্ধার কোনও বিপদ হয়েছে।
এরপরই ছুটে আসেন এলাকার লোকজন। ছাদের দিক থেকে উঠে দেখতে পান রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর পড়ে আছেন বছর সত্তরের বৃদ্ধা। তবে জ্ঞান আছে। পড়শিদের প্রশ্নের জবাবে বৃদ্ধা জানান, তাঁকে পিছন দিক থেকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এরপর পরিচারিকার খোঁজ পড়ে। এলাকার লোকজন দেখেন, বাড়ির পিছনে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণীও। খবর দেওয়া হয় দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় বাসিন্দা সত্যব্রত মিত্র বলেন, “এলাকায় সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হোক। চিত্তরঞ্জন মাঠেও নানা ঘটনা ঘটছে যেগুলো অসামাজিক ঘটনা। আমরা বলেও কাজ হচ্ছে না। মদ খেয়ে আসছে, নানা অসামাজিক কাজ করছে। সেখানেও সিসিটিভির ব্যবস্থা করা হোক।”
মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “সিটি সেন্টার বা বিধাননগর এলাকার বেশির ভাগ ছেলে মেয়েরাই বাইরে থাকে। বাড়িগুলোর একেবার বৃদ্ধাশ্রমের মতো অবস্থা। ওই মহিলা ও তাঁর কাজের মেয়ে বাড়িতে ছিলেন। চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার লোকজন গিয়ে দেখেন ভদ্রমহিলা উপুড় হয়ে পড়ে আছেন। মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। এদিকে পাড়ার লোকজন নীচের ঘরে দেখেন পরিচারিকাও পড়ে আছেন। আমার কাছে ফোন আসতেই আমি সিটি সেন্টার পুলিশকে বলি। গাড়ি এসে নিয়ে যায়। এখন তেমন বিপদ নেই। তবে ওই ভদ্রমহিলার বয়সটা বেশি। সেটাই চিন্তার। মেয়েটিরও হাতে কোমরে লেগেছে। তদন্ত সাপেক্ষ সবটা। আমরা দেখছি এই এলাকায় সিসি ক্যামেরার ব্যবস্থা করা যায় কি না। আসলে বেশির ভাগই বয়স্ক মানুষ। ঘটনাটা সকাল সাড়ে ৯টার। এমন না যে রাতের ঘটনা। পুলিশকে টহল বাড়ানোর কথাও বলেছি।” তদন্ত শুরু করেছে পুলিশ।