Durgapur: দরজা বন্ধ, ঘর অন্ধকার, স্বামীর উপরে…, স্ত্রীর কাণ্ডে আলোচনা শুরু পাড়ায়

Durgapur: মৃতের নাম চুনা কোড়া (৫০)। পেশায় ডেকোরেটর কর্মী ছিলেন। রাত আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে । পুলিশ অভিযুক্ত মহিলা অম্বু কোড়াকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুনা কোড়া নেশা করতেন।

Durgapur: দরজা বন্ধ, ঘর অন্ধকার, স্বামীর উপরে..., স্ত্রীর কাণ্ডে আলোচনা শুরু পাড়ায়
তা বলে এই কাণ্ড ঘটবে?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2024 | 10:55 PM

দুর্গাপুর: নেশা নিয়ে অশান্তি। স্বামী-স্ত্রীর মধ্যে সেই নিয়ে রোজই লেগে থাকত গণ্ডগোল। এলাকার প্রতিবেশীদের বিষয়টি অজানা ছিল না। তবে এই আবহেই চরম সিদ্ধান্ত নিলেন স্ত্রী। মধ্য রাতে স্বামীর উপরে আঘাত হানলেন স্ত্রী। হাঁসুয়া দিয়ে গলা কেটে খুন। তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযোগ। ঘটনাটি ঘটছে পশ্চিম বর্ধমানে কাঁকসার রাজবাঁধে।

মৃতের নাম চুনা কোড়া (৫০)। পেশায় ডেকোরেটর কর্মী ছিলেন। রাত আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে । পুলিশ অভিযুক্ত মহিলা অম্বু কোড়াকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুনা কোড়া নেশা করতেন। সেই নিয়ে মাঝ রাতে স্বামীর সঙ্গে অশান্তি হত। অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। এরপর ঘুমিয়ে যান চুনা। অভিযোগ, সেই সময় হাঁসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারে স্ত্রী। মৃত্যু হয় স্বামীর।

শনিবার সকালে কাঁকসা থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনায় সাড়া পড়ে যায় রাজবাঁধ এলাকায়। শনিবার কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত করতে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (কাঁকসা) সুমন জয়সোয়াল। এসিপি জানিয়েছেন, “স্বামী-স্ত্রীর বিবাদের জন্যই এই খুন। স্বামী নেশা করত। স্ত্রীর সঙ্গে তা নিয়ে অশান্তি লেগে থাকত। শুক্রবার রাতে ঘুমন্ত স্বামীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে স্ত্রী। মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না জানতে তদন্ত করে দেখছে পুলিশ।” মৃতের মেয়ে গীতা কোড়া বলেন, “মা ফোন করে আমায় বলল বাবা আর নেই। মারা গিয়েছে। আমি শুনে অবাক। সুস্থ মানুষের হঠাৎ কী হল? খবর পেয়ে আমরা ছুটে চলে আসি। এসে শুনি খুন হয়ে গিয়েছে।”