Car Accident: পিছনের সিটে ছিলেন মা-মেয়ে, সামনে বাবা, দুমড়ে-মুচড়ে গেল গোটা গাড়ি
Car Accident: প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই পরিবার পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবনচক এলাকার বাসিন্দা। রাস্তায় টহল দেওয়ার সময় দাসপুর থানার পুলিশ দেখতে পায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে। স্থানীয়দের চেষ্টায় কোনওক্রমে দুমড়ে যাওয়া মারুতি থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।
পাঁশকুড়া: বৃষ্টির রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির সঙ্গে সংঘর্ষ মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে মুচড়ে গেল মারুতি গাড়ি। আশঙ্কাজজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের তিন সদস্য। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরে ঘাটালের পাঁশকুড়া সড়কের ওপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারুতি গাড়ির চালকের আসনে ছিলেন বাবা। পিছনের সিটে ছিলেন মা ও মেয়ে। দুর্ঘটনার পরই ছুটে যান স্থানীয় বাসিন্দারা।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই পরিবার পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবনচক এলাকার বাসিন্দা। রাস্তায় টহল দেওয়ার সময় দাসপুর থানার পুলিশ দেখতে পায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে। স্থানীয়দের চেষ্টায় কোনওক্রমে দুমড়ে যাওয়া মারুতি থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। এমন ভয়াবহ পথ দুর্ঘটনায় স্বভাবতই আতঙ্কিত এলাকার মানুষজন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মারুতি গাড়িটি ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। দাসপুর থানার খুকুড়দহে ঘাটালগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মারুতির। বিকট শব্দে শুনেই ছুটে যান এলাকার বাসিন্দারা। ভিতর থেকে তিনজনকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় তাঁদের।
তিনজনকেই ভর্তি করা হয়েছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে পুলিশ সূত্রে তাঁদের পরিচয় মিলেছে। জানা গিয়েছে, দাসপুরের গোবিন্দনগরে মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন রতন সর্দার। ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা।