Pujoy Pulse 2025: পুজোর আগেই মজার স্বাদ, পুজোয় পালসের ট্যাবলো আজ পৌঁছে যাচ্ছে খড়্গপুরে
Pujoy Pulse: দুর্গাপুজোর আগেই উৎসবের আমেজ নিয়ে পৌঁছে যাচ্ছে পালসের ট্যাবলো। এবার পুজোয় পালসের চমক হল গোল কা মোল। নতুন স্বাদের ইমলি ক্যান্ডি এটি। রাজ্যের বিভিন্ন অংশে পৌঁছে যাচ্ছে পালসের ট্য়াবলো। আজ, ১২ সেপ্টেম্বর খড়্গপুরে পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো।

খড়্গপুর: হাতে আর মাত্র ক’টা দিন। তারপরই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই পাঁচদিনের আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা। দুর্গাপুজোর আগেই উৎসবের আমেজ নিয়ে পৌঁছে যাচ্ছে পালসের ট্যাবলো। রাজ্যের বিভিন্ন অংশে পৌঁছে যাচ্ছে পালসের ট্য়াবলো। আজ, ১২ সেপ্টেম্বর খড়্গপুরে পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো।
এবার পুজোয় পালসের চমক হল গোল কা মোল। নতুন স্বাদের ইমলি ক্যান্ডি এটি। এই ক্যান্ডি নিয়েই আজ পুজোয় পালসের ট্যাবলো প্রথমে পৌঁছে যাবে আইআইটি খড়্গপুরে। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত পালসের ট্যাবলো থাকবে আইআইটি খড়্গপুরে।
এরপরে এই ট্যাবলো পৌঁছে যাবে খড়্গপুর কলেজে। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত পুজোয় পালসের ক্যান্টর থাকবে এখানে। সাধারণ মানুষ এসে এই ক্যান্টর থেকে পালস গোল কা মোল সংগ্রহ করতে পারবেন।
পুজোয় পালসের এবার সিজন থ্রি। প্রথম ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবারও পুজোয় পালসের ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো দেখেই ছুটে আসছেন ৮ থেকে ৮০। তারা সবাই পালসের নতুন ক্যান্ডির স্বাদ নিচ্ছেন এবং ছোটবেলায় ফিরে যাচ্ছেন। পালস গোলমোলের ক্যান্ডি খেয়ে সকলে বলছেন, “খেতে ভাল। বেশ টক টক, মিষ্টি মিষ্টি। আসল তেঁতুলের মতো লাগছে”। নতুন ক্যান্ডি খেয়ে একদিকে যেমন ছোটরা বলছে, তারা পুজোয় বন্ধুদের সঙ্গে এই ক্যান্ডি খাবে। তেমনই আবার বড়দেরও পছন্দ এই স্বাদ। তারা বললেন, এই ক্যান্ডির স্বাদ আসল তেঁতুলের মতো। সবার পছন্দ হবে।
