Ajit Maity: ‘সেই অজিত নই রে আমি…’, নাম বিভ্রাটে হাসপাতাল থেকে বার্তা মেদিনীপুরের অজিত মাইতির
Ajit Maity: সন্দেশখালির বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি গ্রেফতার হয়েছেন সোমবার। তার আগে রবিবার দিনভর সেই অজিত নিয়ে তোলপাড়া চলেছে। এদিকে এই ঘটনায় চরম বিব্রত মেদিনীপুরের বিধায়ক। সন্দেশখালির নেতার খবরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পিংলার বিধায়কের ছবি ঘুরছে বলে অভিযোগ।
মেদিনীপুর: সন্দেশখালির অজিত মাইতি নিয়ে রাজ্য তোলপাড়। আর তাতেই চরম বিড়ম্বনায় শাসকদলের বিধায়ক অজিত মাইতি। নাম বিভ্রাটে তাঁকে ঘিরেই তৈরি হয়েছে বিভ্রান্তি। সন্দেশখালিতে তৃণমূলের অঞ্চল নেতা যখন গ্রামবাসীর তাড়া খাচ্ছেন, তখন অজিতের পরিচিতদের কাছে লাগাতার ফোন! পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, এ নিয়ে ভিডিয়ো বার্তা দিতে হয় পিংলার বিধায়ককে।
সন্দেশখালির বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি গ্রেফতার হয়েছেন সোমবার। তার আগে রবিবার দিনভর সেই অজিত নিয়ে তোলপাড়া চলেছে। এদিকে এই ঘটনায় চরম বিব্রত মেদিনীপুরের পিংলার বিধায়ক। সন্দেশখালির নেতার খবরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পিংলার বিধায়কের ছবি ঘুরছে বলে অভিযোগ।
ভিডিয়ো বার্তায় পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, “আমি গত ৮ দিন ধরে হাসপাতালে ভর্তি। এর মাঝখানে শুনলাম সন্দেশখালির কোনও একজন তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতিকে কেউ বা কারা তাড়া করেছিল, সেই খবর প্রচার করতে গিয়ে কেউ কেউ আমার ছবি তাঁর পাশে বসিয়ে দিয়েছে। প্রথম কথা আমি সন্দেশখালি দেখিনি কখনও। যাওয়া তো দূরের কথা। দ্বিতীয়ত, আমি কোনও অঞ্চল সভাপতি নই, অখণ্ড জেলার তৃণমূল সভাপতি ছিলাম। তৃতীয়ত আমি একজন বিধায়ক। আমি পরিচিত মুখ, পরিচিত নাম, যিনি এখন হাসপাতালে শুয়ে আছে। কবে হাসপাতাল থেকে ছাড়বে ডাক্তাররা তাও জানি না।”
অজিত মাইতির কথায়, “এই প্রচার ভ্রমবশত হতে পারে। যেহেতু সেই অজিত মাইতির ছবি ওরা পায়নি, আমার ছবি ব্যবহার করে দিয়েছে। কিংবা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ তা করতে পারে। আমার অনুরোধ এই ভ্রম সংশোধন করুন। এতে পশ্চিম মেদিনীপুরে আমায় যারা ভালবাসে তারা দুঃখ পাচ্ছে। তাদের বক্তব্য কেন এই ভ্রম হবে? যেখানে এই ছবি ব্যবহার হচ্ছে প্রচার করবেন না। এরপরও ব্যবহার হলে ধরে নেব আমার ইমেজ নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা করছে।”