Narendra Modi: ‘উনি আমাদের পাশে আছেন, থাকবেন’, মোদী-সাক্ষাতের পর বললেন সন্দেশখালির মহিলারা
Sandeshkhali: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ওই প্রতিনিধিদলের এক মহিলা বলেন, "আমরা ৫ থেকে ৭ মিনিট কথা বলেছি। আমাদের উপর নির্যাতন, জমি লুঠের কথা সবই জানিয়েছি ওনাকে। শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহানের বাইক বাহিনীর কথা বলেছি। প্রধানমন্ত্রী বললেন উনি আমাদের পাশে আছেন, পাশে থাকবেন। কেন্দ্রীয় বাহিনীও দেবেন বলেছেন।"
সন্দেশখালি: বারাসতের সভা থেকে সন্দেশখালির প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্বাভাস দিয়েছেন, ঝড় উঠবে। যে ঝড় নারীশক্তির জাগরণের পূর্বাভাস। বুধবার মোদীর এই সভার পরই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সন্দেশখালির পাঁচ মহিলা। সভা শেষের পর মঞ্চের পিছনে দেখা করেন তাঁরা। ছিলেন সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংও। সেখানেই মোদীর কাছে শাহজাহান ও তাঁর দলবলের অত্যাচারের কথা সবিস্তারে তুলে ধরেন মহিলারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ওই প্রতিনিধিদলের এক মহিলা বলেন, “আমরা ৫ থেকে ৭ মিনিট কথা বলেছি। আমাদের উপর নির্যাতন, জমি লুঠের কথা সবই জানিয়েছি ওনাকে। শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহানের বাইক বাহিনীর কথা বলেছি। প্রধানমন্ত্রী বললেন উনি আমাদের পাশে আছেন, পাশে থাকবেন। কেন্দ্রীয় বাহিনীও দেবেন বলেছেন।”
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাক্ষাৎকারীরা জানান, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এবার সকলে নিজেদের ভোট নিজেরাই দিতে পারবেন। দ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। প্রধানমন্ত্রী তাঁদের প্রশংসা করে বলেন, দুর্গাশক্তি হয়ে আপনারা যা করে দেখিয়েছেন তা অতুলনীয়। শাহজাহানের শাস্তিরও আবেদন করেছি, বলে জানান এক মহিলা। প্রধানমন্ত্রীকে ঝুপখালি, বেড়মজুর, জেলিয়াখালির মহিলাদের কথাও বলেছেন তাঁরা।