এবার শারদীয়ার নতুন চমক পালস গোলমোল ইমলি ক্যান্ডি। এতদিন নিশ্চয়ই এর স্বাদ নিয়ে ফেলেছেন?
আর না নিয়ে থাকলে একবার কিন্তু চেখে দেখতেই পারেন। তেঁতুলের স্বাদে চটপটে এই ক্যান্ডি খেলে ফিরে পাবেন ছোটবেলার স্মৃতি।
‘টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২’ পৌঁছেছিল মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানে আগত এক ব্যক্তি এই পালস ক্যান্ডি বললেন,”যাঁরা একটু টক জাতীয় খাবার পছন্দ করেন। তাঁরা অবশ্যই খেয়ে দেখুন।”
বহরমপুরের সঙ্গে পালস ট্যাবলো পৌঁছেছিল বাঁকুড়াতেও
চটপটা তেঁতুলের স্বাদ আর সঙ্গে চিউই। মজে আট থেকে আশি।
পুজোয় পালস ট্যাবলোর সামনে ভিড় করে পড়ুয়া থেকে অফিসযাত্রীরা।
প্রত্যেকেই চাইছেন একবারটি অন্তত এই ক্যান্ডি যদি একটু চেখে দেখা যায়।
আর তাই পালস ট্যাবলো পৌঁছতেই হইচই
কেউ ফোনে সেলফি তুলছেন পালস ট্যাবলোর সামনে
কেউ আবার লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ক্যান্ডির স্বাদ নিতে।
শুধু তাই নয়, টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২ তুলে মৃৎশিল্পীদেরও সম্মান জানাচ্ছেন