Bardhaman: এই বাংলায় পানীয় জলের জন্য ‘কাতরাচ্ছে’ ২০০০ হাজার পরিবার!
Bardhaman: পূর্ব বর্ধমানের বড়শুলের জোন ২ এলাকায় 'পিএইচই' প্রকল্পের 'জোন ২' অংশে জল নেই। এই প্রকল্পের অধীনে রয়েছে বেলনা, মাণিকহাটী,জাফরাবাদ, কালীনগর, বাজেশালেপুর, উন্নয়নী,টোটপাড়ার মত গ্রামগুলি।
বর্ধমান: খাবার জল না পেলে কী অবস্থা হয় তা নতুন করে বলার নেই। রাজ্যের অনেক জায়গাতেই পানীয় জল না পেয়ে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। এরই মধ্যে পূর্ব বর্ধমান থেকে এল এহেন খবর। গত রবিবার বিকেল থেকেই পানীয় জল সরবরাহ বন্ধ পূর্ব বর্ধমানের বড়শুলের বিস্তীর্ণ অংশে। এর ফলে সমস্যায় প্রায় দু হাজার পরিবার।
পূর্ব বর্ধমানের বড়শুলের জোন ২ এলাকায় ‘পিএইচই’ প্রকল্পের ‘জোন ২’ অংশে জল নেই। এই প্রকল্পের অধীনে রয়েছে বেলনা, মাণিকহাটী,জাফরাবাদ, কালীনগর, বাজেশালেপুর, উন্নয়নী,টোটপাড়ার মত গ্রামগুলি। সেখানে উপভোক্তা পরিবারের সংখ্যা ১ হাজার ৯৫১ টি। যার জেরে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তারা জানিয়েছেন গত রবিবার থেকে জল আসছে না। মঙ্গলবার বিকেলে সমস্যা সমাধানের কথা থাকলেও জানা গিয়েছে সোমবারের আগে সমস্যা নাও মিটতে পারে।
এ দিকে, নলকূপেও জল উঠছে না। যাদের বিকল্প জলের ব্যবস্থা নেই তারা ঘোর সমস্যায়। এর মধ্যে একজন অসুস্থও হয়ে পড়েছেন।এর দ্রুত সমাধান চান এলাকাবাসীরা। এই প্রকল্পের ইঞ্জিনিয়ার নেপাল ধারা জানান, ভালভের সমস্যা হয়েছে। কিছুটা সময় লাগবে। এদিকে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিডিও দিব্যজ্যোতি দাস। তিনি জানান,পিএইচইকে সব জানান হয়েছে। দু’একদিন মধ্যে ঠিক হবে।