Kalna: ধর বাড়ির ভিতরেই মধ্যরাতে চলছিল অপারেশন, খবর পেয়ে হানা দেন, চাকরি জীবনে ভয়ঙ্কর অভিজ্ঞতা দুঁদে পুলিশকর্তাদের

Kalna: বুধবার রাতে ঘটনাটি ঘটেছে।  বৃহস্পতিবার সকালেও আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেননি সুভাষ ধরের পরিবারের সদস্যরা। অভিযোগ, লুঠপাটের সময়ে এক বছরের এক শিশু কাঁদছিল বলে তাকেও কাটারি দিয়ে কেটে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা।

Kalna: ধর বাড়ির ভিতরেই মধ্যরাতে চলছিল অপারেশন, খবর পেয়ে হানা দেন, চাকরি জীবনে ভয়ঙ্কর অভিজ্ঞতা দুঁদে পুলিশকর্তাদের
ভয়ঙ্কর ডাকাতিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 1:59 PM

কালনা:  অতর্কিতে বাড়িতে ঢুকেছিল ডাকাত দল। কারোর মাথায় আগ্নেয়াস্ত্র, কারোর গলায় কাটারি ধরে চলে লুঠপাট। খবর পেয়ে সেই বাড়িতে পৌঁছেছিলেন সিভিক ভলান্টিয়র। তাঁকেও  ঘরে আটকে রেখে অপারেশন। প্রায় দেড় লক্ষ টাকা ও ৫ থেকে ৭ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কালনার হিজুলি এলাকায় সুভাষ ধরের পরিবারে।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে।  বৃহস্পতিবার সকালেও আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেননি সুভাষ ধরের পরিবারের সদস্যরা। অভিযোগ, লুঠপাটের সময়ে এক বছরের এক শিশু কাঁদছিল বলে তাকেও কাটারি দিয়ে কেটে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে দুষ্কৃতীরা মাথায় টুপি পরা এবং মুখে কাপড় জড়ানো ছিল। দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী গিয়েছিল বলে জানা গিয়েছে। এরপরই পরিবারের একে একে সমস্ত সদস্যদের একটি ঘরে বন্দি করে, তাদের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয় দুষ্কৃতীরা। পরবর্তী সময়ে সিভিক ভলান্টিয়র খবর পেয়ে ঘটনাস্থলে এলে তাঁকেও বন্দি করে ফেলে ওই ডাকাত দলের সদস্যরা।

এরপরই সমস্ত জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় মোটর বাইকে করে আসা দুষ্কৃতীরা। পরবর্তী সময় মগরা থানার পুলিশের গাড়িতেও বোমা মারে অভিযুক্তরা। ঘটনায় ইতিমধ্যেই মগরা থানার পুলিশের হাতে ধরা পড়েছে দুই দুষ্কৃতী। জানা গিয়েছে,  কৃষ্ণপদ মণ্ডলের বাড়ি নদিয়ার চাকদহে,অলোক বিশ্বাসের বাড়ি নদীয়ার গাংনাপুর।