দেদার চলছে মদের আসর, সৈকতে বসেই হুক্কায় টান দিচ্ছেন পর্যটকরা, উদাসীন পুলিস!
এলাকাবাসীদের অভিযোগ, পুলিসের নজরদারির অভাবেই এহেন অসামাজিক কাজ হচ্ছে দিঘায়।
দিঘা: সমুদ্র শহর দিঘাই (Digha) হয়ে উঠছে অসামাজিক কাজ কর্মের আখড়া। নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই দিঘা সংলগ্ন সীমান্তবর্তী দত্তপুর সমুদ্র সৈকতে দেদার চলছে মদের আসর। সমুদ্রতটেই রঙিন ছাতার নীচ থেকে উড়ে যাচ্ছে হুক্কার ধোয়া। কিন্তু উদাসীন দিঘা থানার পুলিস। দেখা নেই পার্শ্ববর্তী রাজ্যের পুলিসেরও। জাঁকিয়ে ব্যবসা চালাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
সমুদ্র সৈকতে মদ্যপানে কড়া নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। সমুদ্রতটে বাইক চালানোও নিষিদ্ধ। কিন্তু সেসব নিয়ম ‘থোড়াই কেয়ার।’ মদ্য পান করেই বাইক চালাচ্ছেন পর্যটকরা। যার ফলে হামেশাই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। ঘন্টায় ১০০ কিংবা ২০০ টাকার বিনিময়ে নেশাগ্রস্ত পর্যটকরা চালাচ্ছেন বাইক। যার ফলে কখনও আহত হচ্ছেন মদ্যপরা তো কখনও সাধারণ পর্যটকরা।
আরও পড়ুন: গরম তেলে পড়ছে টপাটপ আলুর পুর, পাড়ার মোড়ে চপ ভাজছেন বিজেপি নেতা
এলাকাবাসীদের অভিযোগ, পুলিসের নজরদারির অভাবেই এহেন অসামাজিক কাজ হচ্ছে দিঘায়। সমুদ্র পর্যটন কেন্দ্রগুলিতে উন্নত করতে সরকারের তরফে ঢেলে সাজানো হয়েছে দিঘা,শঙ্করপুর, তাজপুর সংলগ্ন সমুদ্র সৈকতকে। কিন্তু জাঁকজমকের রঙিন ছটার মাঝেই রমরমিয়ে চলছে অসাধু ব্যবসা। যার ফলে বিঘ্নিত হচ্ছে সমুদ্র পর্যটনের আবহ। এলাকাবাসী এখন আইন রক্ষকদের হুঁশ ফেরার প্রতীক্ষায়।