BJP Candidate Abhijit Gangopadhyay: শুভেন্দু-শমীককে নিয়ে মনোনয়ন দিতে চললেন অভিজিৎ, ভাসলেন জনজোয়ারে

BJP Candidate Abhijit Gangopadhyay: প্রসঙ্গত, ২৫ মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে ভোট হবে তমলুকে। অভিজিতের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে বামেদের তরফে দাঁড়িয়েছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

BJP Candidate Abhijit Gangopadhyay: শুভেন্দু-শমীককে নিয়ে মনোনয়ন দিতে চললেন অভিজিৎ, ভাসলেন জনজোয়ারে
মনোনয়ন জমা দিতে চললেন অভিজিৎ Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2024 | 8:38 PM

তমলুক: তমলুকের বিজেপির বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নে জনজোয়ার। এদিন সকালে তমলুকের রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত তিন কিলোমিটারের পদযাত্রা করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। ছিলেন খোদ অভিজিৎ। সঙ্গে বিধানসভার বিরেোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। ছিলেন অগণতি বিজেপির কর্মী সমর্থকেরাও। বর্ণাঢ্য মিছিল করেই এদিন মনোনয়ন জমা দিতে গেলেন অভিজিৎ। 

এদিকে ভোটের ময়দানে তৃণমূলের পাশাপাশি ঝাঁপিয়েছে বামেরাও। এদিন সেই বামেদের আরও একবার তুলোধনা করেন অভিজিৎ। একইসঙ্গে জনজোয়ার দেখে আবেগাপ্লুতও হয়ে পড়েন। বলেন, অসম্ভব একটা জনজোয়ারের সৃষ্টি হয়েছে। একটা স্রোত তৈরি হয়েছে। এই স্রোত বিরোধী প্রার্থীদের ভাসিয়ে নিয়ে যাবে বলে মনে হচ্ছে। মানুষ যদি লালেদের সঙ্গে থাকেন তাহলে আবার সেই ৩৪ বছরের ভুল হবে। আমরা দেখতে চাই কতজন মানুষ শেষ পর্যন্ত থাকেন। 

এই খবরটিও পড়ুন

অন্যদিকে বিজেপি কর্মীদের দাবি তমলুক লোকসভায় দু লক্ষের বেশি ভোটে তাঁরা জয় লাভ করবেন। বিজেপি জিতলেই রাজ্যে শিল্পায়ন সহ কর্মসংস্থানের জোয়ার আসবে। এদিকে এদিন অভিজিতের সঙ্গে শুভেন্দু, শমীক ছাড়াও ছিলেন ময়নার বিধায়ক, বিজেপির জেলা সভাপতিও। মিছিল থেকেই বাম-তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে এক বিজেপি নেত্রী বলেন, আজ সারা গোটা তমলুক শহর গেরুয়া হয়ে গিয়েছে। বিজেপি প্রার্থী জিতছেন। এখন তৃণমূল বামেদের অক্সিজেন দিচ্ছে। বিজেপির ভোট ভাঙানোর জন্য সিপিএমকে কাজে লাগানো হচ্ছে। কিন্তু ওদের অভিসন্ধি কোনওভাবেই পূরণ হবে। প্রসঙ্গত, ২৫ মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে ভোট হবে তমলুকে। অভিজিতের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে বামেদের তরফে দাঁড়িয়েছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।