Egra: ভোট মিটতেই এগরায় তৃণমূলের মহিলাদের মার, হাসপাতালে ভর্তি ২
Egra: এগরার সরিষা গ্রামের দুই মহিলা পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির এক সদস্য এদিন ভোট থেকে বুথ থেকে ফিরছিলেন। অভিযোগ, কয়েকজন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যুবক তাঁদের দেখে খারাপ কথা বলে। এমনকী গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে। দু'জন আহতও হন। এরপরই হইচই শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন।
পূর্ব মেদিনীপুর: ভোট মিটলেও অশান্তি থামেনি এগরায়। ভোট শেষ হওয়ার পর তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল। মহিলাদের মেরে হাসপাতালে পর্যন্ত পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রামপঞ্চায়েতের সরিষা গ্রামের ঘটনা।
ষষ্ঠ দফায় ভোট ছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়লেও এগরা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্য়ে পড়ে। এগরার সরিষা গ্রামের দুই মহিলা পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির এক সদস্য এদিন ভোট থেকে বুথ থেকে ফিরছিলেন। অভিযোগ, কয়েকজন রাস্তার ধারে তাঁদের দেখে খারাপ কথা বলে। এমনকী গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে। তাতেই দু’জন আহত হন। এরপরই হইচই শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন।
তৃণমূলের লোকেরাও হাজির হন সেখানে। দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি পানিপারুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান ও তৃণমূল নেতা বাবুল সাহা। স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধান জানান, এভাবে মহিলাদেরও উপর হামলা করা হচ্ছে। কারা করছে সকলেই বুঝতে পারছেন। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।