Nandigram: রাতের অন্ধকারে কারা কালো কালি লেপে দিল সিপিএমের দেওয়াল লিখনে? নয়া বিতর্ক নন্দীগ্রামে
CPIM in Nandigram: সিপিএম-এর (CPIM) অভিযোগ, রাতের অন্ধকারে নন্দীগ্রামের বয়াল গ্রামে তাদের দেওয়াল লিখন কেউ কালো কালি দিয়ে মুছে দিয়ে গিয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বামেদের অভিযোগ, রাজ্যের শাসক শিবির তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির দিকে।
নন্দীগ্রাম: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election 2023)। দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে জেলায় জেলায়। চলছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। গ্রামাঞ্চলগুলিতে শুরু হয়ে গিয়েছে দেওয়াল দখলের পালা। আর এরই মধ্যে নয়া বিতর্ক দানা বাঁধল নন্দীগ্রামে (Nandigram)। সিপিএম-এর (CPIM) অভিযোগ, রাতের অন্ধকারে নন্দীগ্রামের বয়াল গ্রামে তাদের দেওয়াল লিখন কেউ কালো কালি দিয়ে মুছে দিয়ে গিয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বামেদের অভিযোগ, রাজ্যের শাসক শিবির তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির দিকে। উল্লেখ্য, নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় সমস্ত রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখনের মাধ্যমে তাদের প্রচার শুরু করেছে। প্রার্থীদের নাম এখনও ঘোষণা হয়নি। তাই প্রার্থীর নাম বাদ দিয়েই দেওয়াল লিখন পর্ব শুরু হয়ে গিয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে।
এই দেওয়াল লিখন পর্ব নন্দীগ্রামে সবার আগে শুরু করে পদ্ম শিবির। প্রার্থীর নাম বাদ দিয়ে লিখনের কাজ শুরু করেছে তারা। বামেদের তরফেও দেওয়াল লিখনের পালা শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে আবার নতুন বিতর্ক। নন্দীগ্রামের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের মঙ্গলচক বুথে গত রাতে কেউ সিপিএমের দেওয়াল লিখনে কালি লাগিয়ে দিয়ে গিয়েছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে, দেওয়াল লিখন মুছে ফেলার চেষ্টা হয়েছে সেখানে। এই বিষয়ে সিপিএম জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, ‘নন্দীগ্রামে বিজেপি এবং তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যার ফলে বিজেপি তৃণমূলকে সেফ করে এবং তৃণমূল বিজেপিকে সেফ করে চলতে চাইছে। যখন মানুষ জোট বাঁধছে, তখন তারা ভয় পেয়ে দেওয়াল লিখনে কালি দিচ্ছে।’
সিপিএম-এর এই অভিযোগের বিষয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘দেওয়াল লিখনকে কেন্দ্র করে যে অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নন্দীগ্রামের গণহত্যার ইতিহাস নন্দীগ্রামবাসীদের মনে এখনও রয়েছে। তাই নৈতিকভাবে দেওয়াল লিখন সিপিএমের অধিকার থাকার কথা নয়। সিপিআইএমকে মনে করাতে চাই ওদের হাতে নন্দীগ্রামের কৃষকদের রক্ত লেগে আছে। গণতান্ত্রিক ভাবে লড়াইয়ে সিপিআইএম এগিয়ে আসতেই পারে। তবে নৈতিকভাবে তারা অপান্তেয়। এই মিথ্যে অভিযোগ করে সিপিআইএম খবরের শিরোনামে থাকতে চাইছে।’
স্থানীয় বিজেপি নেতৃত্বও এই দেওয়াল লিখনে মোছার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলেই দাবি করেছে। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, ‘ভারতীয় জনতা পার্টি সৌজন্যের রাজনীতি করে। এই কাজ সম্পূর্ণ অনভিপ্রেত। যারা এই কাজ করেছে তাদের সমর্থন করি না।’