এবার নিম্ন আদালতে ধাক্কা, ফের জামিন খারিজ আনিসুর রহমানের
২০১৯ সালে দুর্গাপুজোর নবমীর রাতে খুন হন পাঁশকুড়ার তৃণমূল ব্লক সভাপতি কুরবান শাহ। সেই মামলায় অভিযুক্ত হিসাবে উঠে আসে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এই বিজেপি নেতার নাম। গ্রেফতার হন তিনি। সেই আনিসুরের বিরুদ্ধেই ভোটমুখী বাংলায় গত মার্চে সমস্ত মামলা প্রত্যাহার করে নেয় মমতার সরকার।
পূর্ব মেদিনীপুর: গত ১২ তারিখ ফেসবুক পোস্টে জানিয়েছিলেন পরের দিনই তাঁর মুক্তি। কিন্তু আবারও ধাক্কা খেল তৃণমূল নেতা কুরবান শাহ খানে অভিযুক্ত আনিসুর রহমানের (Anisur Rahman) জামিন প্রক্রিয়া। মঙ্গলবার ফের খারিজ হল বিজেপি নেতার জামিন।
পাঁশকুড়ার এই শুভেন্দু-বিরোধী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত আনিসুরের জামিন নিয়ে এখন আলাদা করে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু বিজেপিতে চলে যাওয়ার প্রেক্ষিতে আদি তৃণমূল তথা বর্তমান বিজেপি নেতা আনিসুরের সম্পর্কে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদর্থক কথা, ভোটের আগে তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের মামলা প্রত্যাহার- এসব নিয়ে ক্ষেত্র তৈরিই হচ্ছিল। এর পর কয়েক দিন আগে জেলের ভিতর থেকে আনিসুরের এক ফেসবুক পোস্ট ভাইরাল হয়। যাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আনিসুর লেখেন ‘আমার মুক্তি’।
যদিও গত ১৪ মে দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শোনার পর সংশ্লিষ্ট মামমলার রায়দানে স্থগিতাদেশ দেন তমলুক জেলা আদালতের বিচারপতি গৌরী শারিকা। পরবর্তী রায়দানের দিনক্ষণ নির্ধারণ হয়েছিল ১৮ মে। এদিন দুই তরফের আইনজীবীর সওয়াল শেষে আনিসুরের জামিন খারিজে সিলমোহর দেন অতিরিক্ত জেলা দায়রা ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি সুরজিত শীল। এর আগে বেশ কয়েকবার হাইকোর্টে ধাক্কা খেয়েছে আনিসুর রহমানের জামিনে মুক্তির প্রক্রিয়া। এবার ফের জেলা আদালত তাঁর জামিন বাতিলের পর আনিসুরের মুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে ওয়াকিবহাল মহলে।
আরও পড়ুন: ‘আমার মুক্তি’, মমতা-অভিষেকের ছবি দিয়ে ফেসবুক পোস্ট জেলবন্দি আনিসুরের!
প্রসঙ্গত, পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে শুভেন্দু-বিরোধী বলে পরিচিত এই নেতার দূরত্ব তৈরি হয়। পরে ওই বছরেই বিজেপিতে চলে যান আনিসুর। ২০১৯ সালে দুর্গাপুজোর নবমীর রাতে খুন হন পাঁশকুড়ার তৃণমূল ব্লক সভাপতি কুরবান শাহ। সেই মামলায় অভিযুক্ত হিসাবে উঠে আসে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এই বিজেপি নেতার নাম। গ্রেফতার হন তিনি। সেই আনিসুরের বিরুদ্ধেই ভোটমুখী বাংলায় গত মার্চে সমস্ত মামলা প্রত্যাহার করে নেয় মমতার সরকার। তার পর থেকে ফের খবরের শিরোনামে উঠে আসেন নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতাকে মোটর বাইকে বসিয়ে রওনা হওয়া এই নেতা।