BJP-Left Alliance: মহিষাদলে নন্দকুমার মডেল, ৭টি আসনে জয়ী বাম-বিজেপি ‘জোট’

BJP-Left Alliance: ৭৬টি আসনে ভোট হয় মহিষাদলে। বেশিরভাগ আসনে জয়ী ঘাসফুল শিবিরের প্রার্থীরা।

BJP-Left Alliance: মহিষাদলে নন্দকুমার মডেল, ৭টি আসনে জয়ী বাম-বিজেপি ‘জোট’
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 6:10 PM

মহিষাদল: নন্দকুমার-বহরমপুর সমবায় সমিতির নির্বাচনে কয়েকদিন আগেই বাম-বিজেপি জোটের ছবি সামনে এসেছিল। মোট ৬৩টি আসনের সব কটিতেই জিতে বড় জয় হাসিল করে নেয় সমবায় বাঁচাও কমিটি। এই কমিটিতেই শাসক তৃণমূলের উল্টোদিকে মাঠে নেমেছিল বিরোধী বিজেপি, বামেরা। এই নির্বাচনে ৪৫টি আসনে শাসকদলের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড় জয় হাসিল করতে দেখা গিয়েছিল বাম-বিজেপিকে। এবার এই নন্দকুমার মডেলে ভোট হয় মহিষাদলে কেশবপুর সময়বায় সমিতিতে। তৃণমূলের উল্টোদিকে একজোট হয়ে লড়াইয়ে নামে সিপিআই-বিজেপি। নন্দকুমারের চেনা ছবি ফিরল না এখানে। 

মোট ৭৬টি আসনে ভোট হল মহিষাদলে। এর মধ্যে ১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জিতে গিয়েছে ঘাসফুল শিবির। রবিবার ৭৫টি আসনে ভোট গ্রহণ চলে। দুপুর ২টো পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিকেল চারটের পর শুরু ভোট গণনা। বিকেল সাড়ে চারটের সময় পাওয়া আপডেটে জানা গিয়েছিল ততক্ষণে ২৭টি আসনে জয় ছিনিয়ে নিয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তবে খানিক পরেও মুখের হাসি আওর চওড়া হয় শাসক শিবিরের। চূড়ান্ত ফলাফলে দেখা যায় ৬৯টি আসনে জিতে গিয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৭টি আসনে জয়ী বিরোধী জোটের প্রার্থীরা। বিরোধীদের দাবি মেনে তিনটি আসনে রিকাউন্টিং হচ্ছে বলে জানা যাচ্ছে। 

ভোটে জেতা পর এলাকার তৃণমূল নেতা তরুণ কান্তি মণ্ডল বিরোধী জোটের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে বলেন, “আমরা প্রথমেই বলেছিলাম বিজেপি ও বামেদের যে অশুভ জোট এটা পরাজিক হবে। ফলাফল বেরোনোর পর দেখা গেল ওরা বিপুল ভোটে পরাজিত হয়েছে। যত এরকম অশুভ আঁতাত করবে তত বাম-বিজেপি জোট ধরাশায়ী হবে।” অন্যদিকে ফলাফল নিয়ে বিরোধী জোটকে খোঁচা দিতে দেখা গিয়েছে সিপিআইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে। তাঁর দাবি বিরোধী জোটে সিপিআইএম নেই বলেই এমন ফল হল। সিপিআইএম থাকলে ফল অন্য হতে পারত। সিপিআই-এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক গৌতম পন্ডা বলেন, “আমি বাইরে আছি কিছু বলতে পারবো না।”