Pashkura School: পাঁশকুড়ার স্কুলের গেরুয়া রং বদলে গেল রাতারাতি, বিজেপি বলছে তৃণমূলের চাপে…
Purba Medinipur: স্কুল পরিচালন কমিটির সম্পাদক সুকান্ত আদকের বক্তব্য, "ম্যানেজিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল স্কুলবাড়ির বাইরে রং করব। প্রধান শিক্ষিকা ও কয়েকজন মিলে রং ঠিক করেন। আমিও ছিলাম। ক্যাটালগ দেখে রং পছন্দ করি। ছুটির সময় স্কুলে রং হচ্ছিল। পরে ম্যাডামরা জানতে পারেন ক্যাটালগ মেনে রং হয়নি।"
পূর্ব মেদিনীপুর: স্কুলের রং গেরুয়া করা হয়েছিল। সেই রং মুছে ফেলা হয় পরে। এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, পাঁশকুড়ার একটি স্কুলে বুধবার শাসকদলের কয়েকজন নেতা চড়াও হন। এরপরই সেই স্কুলের গেরুয়া রং মুছে অন্য রং করা শুরু হয়েছে। যদিও শাসকদলের তরফে এ অভিযোগে মান্যতা দেওয়া হয়নি। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, রাজনীতির কোনও প্রশ্নই নেই। ঠিকমতো রং হয়নি। তাই এই ঘটনা।
পাঁশকুড়া গার্লস হাইস্কুল। পুজোর ছুটিতে সেই স্কুল রং করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। স্কুলের ভিতর গেরুয়া রং করা হয়। এরপরই অভিযোগ ওঠে, গেরুয়া মুছতে শাসকদল ময়দানে নামে। তাতেই রং বদল হয় স্কুলভবনের। যদিও স্কুল কর্তৃপক্ষ তা মানতে নারাজ।
স্কুল পরিচালন কমিটির সম্পাদক সুকান্ত আদকের বক্তব্য, “ম্যানেজিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল স্কুলবাড়ির বাইরে রং করব। প্রধান শিক্ষিকা ও কয়েকজন মিলে রং ঠিক করেন। আমিও ছিলাম। ক্যাটালগ দেখে রং পছন্দ করি। ছুটির সময় স্কুলে রং হচ্ছিল। পরে ম্যাডামরা জানতে পারেন ক্যাটালগ মেনে রং হয়নি। ওনারাই মিস্ত্রিকে ডেকে ঠিক রং করতে বলেন। এখানে কারও চড়াও হওয়ার কোনও বিষয়ই নেই।”
যদিও বিজেপি নেতা তরুণ ভট্টাচার্য বলেন, “একটা সময় স্কুল কলেজের রং গেরুয়া হতো। শিক্ষার্থীদের শিক্ষকরা ত্যাগ, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেন। তাই এই রং করা হয়। গেরুয়া ত্যাগের প্রতীক, আত্মবলিদানের প্রতীক। এখন দেখি স্কুলে গেরুয়া রং হলে তার বিরোধিতা করা হয়। তা উঠিয়ে অন্য রং করতে বলে। আমরা বিজেপি এর প্রতিবাদ করছি। এটা চলতে পারে না।”
পাঁশকুড়ার টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা মহাপাত্রও বিজেপির অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, “আমি এটা খুব একটা জানি না। যদি সত্যিই হয়, এটা ওদের স্কুলের কমিটির ব্যাপার। সেখানে তো আমাদের বলার কোনও জায়গাই নেই।”