১০০টাকা দিলেই মিলবে সবুজসাথী সাইকেল! কাঠগড়ায় প্রধান শিক্ষক, বিক্ষোভে অভিভাবকরা
Sabuj Sathi:অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক স্পষ্টই নির্দেশ দিয়েছেন টাকা দিলে তবেই মিলবে সাইকেল। মাথাপিছু ২০০ টাকা করে পড়ুয়াদের থেকে চাওয়া হয় বলে অভিযোগ।
পূর্ব মেদিনীপুর: স্কুল পড়ুয়াদের জন্য বিনামূল্যে সবুজ সাথী (Sabuj Sathi) সাইকেল দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা সাইকেলও পেয়েছেন। এ বার, সবুজ সাথী সাইকেল দেওয়ার বদলে পড়ুয়াদের থেকে মাথাপিছু ১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠল পাঁশকুড়ার প্রতাপপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক স্পষ্টই নির্দেশ দিয়েছেন টাকা দিলে তবেই মিলবে সাইকেল। মাথাপিছু ২০০ টাকা করে পড়ুয়াদের থেকে চাওয়া হয় বলে অভিযোগ। পরে, অভিভাবকরা বিক্ষোভ দেখালে টাকা কমিয়ে ১০০ করা হয়। কিন্তু কেন টাকা নেওয়া হবে এই নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলের এক ছাত্রীর বাবা জানিয়েছেন, আচমকাই নোটিস দিয়ে জানানো হয়, স্কুলে সাইকেল দেওয়া হবে। সাইকেল নিতে এসে জানা যায়, টাকা দিলে তবেই মিলছে সাইকেল। অন্য এক অভিভাবক অভিযোগ করে বলেন, “স্কুলে সাইকেল দেওয়ার নাম করে ব্যবসা চালানো হচ্ছে। যে সাইকেল বিনামূল্যে সরকার দিচ্ছে, সেই সাইকেলের (Sabuj Sathi) জন্য দাম কী করে নেওয়া হতে পারে!”
অভিভাবকদের এই অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক প্রকাশ ধাড়া। সাফাইয়ের সুরে তিনি বলেন, “আমরা প্রথম থেকেই নোটিস দিয়েছিলাম সাইকেল নিতে গেলে টাকা দিতে হবে। কারণ, এতগুলো সাইকেল গোডাউনে রাখা, সেখান থেকে আনা, এসবের পেছনে লেবার চার্জ রয়েছে, গাড়ি ভাড়া রয়েছে। সেগুলো কোথা থেকে আসবে! সেইজন্যেই টাকা চাওয়া হয়েছে। আমরা প্রথম থেকেই ১০০ টাকা করে চেয়ে নোটিস দিয়েছি। যারা সাইকেল পাবে, মাথাপিছু তাদের ১০০ টাকা করে দিতে হবে।” যদিও, স্কুলের উচ্চ কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ‘স্বেচ্ছায়’ ৩১৫ টাকা দিলে তবেই মিলছে টিকা!