Tmc Clash: পুজোর অনুমতি পাওয়া নিয়ে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষ, চলল গুলি

Purba Medinipur: তারা প্রকাশ্যে মারপিটে নেমে পড়ে একে অপরের বিরুদ্ধে।

Tmc Clash: পুজোর অনুমতি পাওয়া নিয়ে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষ, চলল গুলি
মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2021 | 7:26 AM

কাঁথি: রাজ্যের একাধিক স্থান থেকে শাসকদলের গোষ্ঠী কোন্দলের খবর প্রকাশ্যে আসে। কখনও এলাকা দখলকে কেন্দ্র করে। কখনও টাকা তোলাকে কেন্দ্র করে। গতকালও কাঁথি থেকে সেই একই খবর প্রকাশ্যে এলো।  এবার পুজো করাকে কেন্দ্র করে ঝামেলা বাধে দুই গোষ্ঠীর মধ্যে। পড়ে সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে একাধিক এলাকায়।

কাঁথির দেশপ্রাণ ব্লক। সেখানে পেটুয়াঘাট মৎস্য বন্দরে কালী পুজোর অনুমতি দেওয়া নিয়ে উত্তেজনা বাধে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। দেশপ্রাণ ব্লকের সহ-সভাপতি তরুণ জানা ও গিরি অনুগামীদের মধ্যে এই বচসা এমন জায়গায় পৌঁছায় যে তারা প্রকাশ্যে মারপিটে নেমে পড়ে একে অপরের বিরুদ্ধে। মুহুর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। যদিও শাসকদলের অনুগামীদের দাবি, বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী এই ঘটনার পিছনে রয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম NJP(নিউ জলপাইগুড়ি স্টেশন ) স্টেশন। INTTUC-র দুই গোষ্ঠীর মধ্যে বাঁধে দ্বন্দ্ব। ভাঙচুর করা হয় স্টেশন। সঙ্গে ভাঙচুর করা হয় গাড়ি ও মোটর বাইক। সংঘর্ষ থামাতে পুলিশের লাঠিচার্য।

আরও পড়ুন: Snatching Case in Medinipur: দিনে-দুপুরে যুবকে গুলি, লুঠ প্রায় দেড় লাখ টাকা!

সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাধে। এরপর শুরু হয় মারপিট। লাঠি দিয়ে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পরে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্য করে পুলিশ। আহত হন এক পুলিশকর্মী। তাঁকে ইতিমধ্যে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: Ration dealer: পৌঁছাতে দেরি,দুয়ারে রেশন দিতে গিয়ে মার জুটল ডিলারের কপালে!

নিউ জলপাইগুড়ি স্টেশন রোড এলাকায় শ্রমিক তহবিলের জন্য টাকা তোলা হয়। বিভিন্ন ট্রাক সহ অন্যান্য গাড়ি থেকে এই টাকা তোলা হয়ে থাকে। এবার এই টাকা তোলাকে কেন্দ্র করে এলাকা দখলের গন্ডোগোল হয়। সূত্রের খবর, আজ সকালবেলা এলাকা দখলকে কেন্দ্র করে ফের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডোগোলের সূত্রপাত ঘটে। কর্মী সমর্থকদের একাংশের অভিযোগ, জনৈক এক বহিষ্কৃত তৃণমূল নেতার মদতেই তার অনুগামীদের জন্য এই ঘটনা ঘটেছে। বর্তমানে গোটা এলাকার পরিস্থিতি থমথমে ।

আরও পড়ুন: Rabiranjan Chattopadhyay: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, শোকপ্রকাশ মমতার

আরও পড়ুন: Shakespeare Sarani Murder Case: শেক্সপিয়র সরণির মৃত্যু তদন্তে গ্রেফতার প্রাক্তন গাড়ি চালক