TMC: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন TMC সমর্থকরাই
Didir Suraksha Kawach: গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সাঁতরার বিরুদ্ধে তৃণমূল ব্লক সভাপতির কাছে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সমর্থকরাই।
পাঁশকুড়া: ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kawach) কর্মসূচিতে গিয়ে জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূলের (TMC) প্রথম সারির নেতাদের। উপর তলার নেতাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসীরা। এমন দৃশ্য বিগত কয়েকদিনে একাধিকবার, একাধিক জায়গায় দেখা গিয়েছে। আর এবার বিক্ষোভ তৃণমূলের ব্লক সভাপতির সামনেও। ব্লক সভাপতির কাছে স্থানীয় পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলেরই সমর্থকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে গোপিমোহনপুর গ্রামে এদিন ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি ছিল। সেই সময় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সাঁতরার বিরুদ্ধে তৃণমূল ব্লক সভাপতির কাছে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সমর্থকরাই।
বিক্ষোভকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প করছেন। কিন্তু এলাকায় তেমন কোনও কাজ হয়নি। গ্রাম প্রধান কোনও কাজ করেনি বলে অভিযোগ তুলে ব্লক সভাপতির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকদেরই একাংশ। যদিও এই বিষয়ে গ্রাম প্রধান দিলীপ সাঁতরাকে প্রশ্ন করা হলে তিনি এই বিক্ষোভের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতি সুজিত রায়কেও। যদিও তিনি এই বিষয়টিকে বিক্ষোভ বলে দেখতে নারাজ। বলছেন, “বিষয়টি ঠিক বিক্ষোভ নয়। ওরা কর্মসূচিটি একভাবে করতে চেয়েছিল, অন্যভাবে হয়েছে। সেটি কোনও সমস্যা নয়, ওটি মিটে গিয়েছে। প্রধানের বিরুদ্ধে কারও অভিযোগ থাকতেই পারে। সেই বিষয়টি দল দেখছে। দীর্ঘদিন তিনি প্রধান রয়েছেন, প্রতিষ্ঠান বিরোধী থাকতেই পারে।”
যদিও বিষয়টিকে নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি শিবির। স্থানীয় বিজেপি নেতা সৌমিত্র সেতুয়া বলছেন, ‘কাটমানির ভাগবাটোয়ারা’ নিয়ে টান পড়েছে, সেই কারণেই এই বিক্ষোভ। তাঁর বক্তব্য, কে কতটা কাটমানির ভাগ নেবে, কা নিয়েই লড়াই চলছে। সঙ্গে তিনি আরও বলেন, “কেশাপাট পঞ্চায়েতের প্রধান একজন দুর্নীতিগ্রস্ত প্রধান। এই প্রতিবাদ হওয়া স্বাভাবিক। খেজুর গুড়ের ভাড় থেকে বালি সর্বত্র কাটমানি নেওয়া হচ্ছে।”