Debanshu Bhattacharya: ‘পঞ্চায়েতে খেলার গল্প নেই’, হঠাৎ কেন এমন কথা দেবাংশুর মুখে?
Purba Medinipur: এদিন দেবাংশু বলেন, বাংলার মানুষের উন্নয়নে একের পর এক প্রকল্প এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েতে খেলাা নয়, আসল খেলা হবে লোকসভা ভোটে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের বরোজ ও অর্জুননগর অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত হরিণাবাড়িতে জনসভায় এমনই মন্তব্য করলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ( Debanshu Bhattacharya)। তাঁর কথায়, একুশের বিধানসভা নির্বাচনে ভগবানপুরে ছাপ্পা ভোট হয়েছে। ছাপ্পা ভোট করে বিজেপি এই আসন দখল করেছে। বিজেপিকে হারাতে উন্নয়নই হাতিয়ার হবে, বলেন দেবাংশু। তিনি বলেন, “এখানকার বিজেপির ছাপ্পা বিধায়ক ভাবছেন পঞ্চায়েত ভোটে এবার গোহারা হারব। তাই এখন আবার গুন্ডা নিয়ে সন্ত্রাস করছে।” একইসঙ্গে তৃণমূলের এই মুখপাত্রের কথায়, “উল্টোদিকে টিমই নেই পঞ্চায়েতে। খেলব কার সঙ্গে? তৃণমূল একাই মাঠে। লোকসভাতে খেলা হবে। মেদিনীপুরে কাঁথি ও তমলুকে যে দু’টো উইকেট আছে, সেগুলি ফেলতে হবে। কারণ, এখানকার দুই সাংসদ নিজেরাই জানেন না কোন দল করেন। পঞ্চায়েতে খেলার গল্প নেই। এখানে আরও বেশি করে মানুষের উন্নয়ন পৌঁছে দিন। কারণ, দিদি যে প্রকল্পগুলো করছেন, পঞ্চায়েতের মাধ্যমেই সেগুলি আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যেতে পারে।”
এদিন দেবাংশু বলেন, বাংলার মানুষের উন্নয়নে একের পর এক প্রকল্প এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ‘দুয়ারে সরকার’ হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে উপকৃত হয়েছেন রাজ্যের মহিলারা। এরপরই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দেবাংশু বলেন, রোজই গ্যাসের দাম বাড়ছে। পেট্রোল ডিজেলের দামও আকাশছোঁয়া। ভোট এলে নানা প্রতিশ্রুতি দেয় কেন্দ্রের সরকার। কিন্তু ভোট ফুরোলে সেই প্রতিশ্রুতিও উধাও হয়ে যায়।
এদিন দেবাংশু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যারা কালি ছেটাতে আসবে, তারাই কালো হয়ে যাবে। চব্বিশের লোকসভা ভোটে খেলা হবে। হাওয়াই চপ্পল পরা ওই মহিলাকে দিল্লি পাঠাতে হবে। তারপরই খেলা থামবে।” এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, ভগবানপুর ২ ব্লক তৃণমূলের সভাপতি অম্বিকেশ মান্না, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু শেখর মাইতিরা। পঞ্চায়েত ভোটের আগে আরও বেশি করে সরকারি প্রকল্পের প্রচারেই জোর দিতে চাইছে শাসকশিবির।