Purulia News: প্রশিক্ষণহীন কর্মীকে দিয়ে শিশুর মাথার সেলাই ? অভিযোগ করতেই মহিলা চিকিৎসকের নিদান ‘গেট আউট’

Purulia News: এরপরে পরিবারের লোকজন আহত ওই শিশুকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে আসে। শিশুটির পরিবারের সদ্যদের অভিযোগ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একজন হাসপাতালের প্রশিক্ষণহীন স্টাফকে মাথায় সেলাই করার কথা বলে।

Purulia News: প্রশিক্ষণহীন কর্মীকে দিয়ে শিশুর মাথার সেলাই ? অভিযোগ করতেই মহিলা চিকিৎসকের নিদান 'গেট আউট'
মহিলা চিকিৎসক দীপিকা বাস্কে Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 6:30 AM

পুরুলিয়া: রোগীর পরিবারের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ। চিকিৎসার গাফিলতি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরুলিয়ার মানবাজার গ্রামীণ হাসপাতালে। যার জেরে তুমুল হইচই শুরু হয় এলাকায়। মঙ্গলবার সকালে হয় ঘটনার সূত্রপাত। জানা গিয়েছে, পুরুলিয়ার মানবাজারের ঝাড়বাগ্দা গ্রামের এক পাঁচ বছরের শিশুর মাথায় সেলাই করাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। ওই শিশু গতকাল খেলতে গিয়ে আচমকাই পড়ে যায়। কেটে যায় মাথার পিছনের অনেকটা অংশ।

এরপরে পরিবারের লোকজন আহত ওই শিশুকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে আসে। শিশুটির পরিবারের সদ্যদের অভিযোগ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একজন হাসপাতালের প্রশিক্ষণহীন স্টাফকে মাথায় সেলাই করার কথা বলে। তাতেই রাজি হয়নি আহতের পরিবার। তাঁরা অনুরোধ করে কর্তব্যরত মহিলা চিকিৎসক দীপিকা বাস্কেকে সেলাই করার জন্য। অভিযোগ পরিবারের লোকজনের কথা না শুনে রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বলেন ওই চিকিৎসক। বাধ্য হয়ে তাদের একটি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা করাতে হয়। এ নিয়ে, উত্তেজনা ছড়িয়ে যায় হাসপাতালে।

এনিয়ে মানবাজার থানায় লিখিত অভিযোগ করেন শিশুর পরিবারের লোকজন। ওই মহিলা চিকিৎসক অবশ্য অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “সঠিক চিকিত্সা দেওয়া হয়েছে। পরিবারের লোকেরা সহযোগিতা করেননি। আমি গেট আউট বলিনি। হ্যাঁ এটা ঠিক ওই দাদাকে বলেছিলাম দেখার জন্য। আসলে রোগীর লাইন থাকে। আমি সেই দিক সামলাতেই গিয়েছি। ওরা কিছু না শুনেই ঝগড়া করতে চলে গেল।” অপরদিকে, পরিবারের সদস্যরা বলেছেন, “বাচ্চাটিকে নিজে না দেখেই অপ্রশিক্ষণ প্রাপ্ত এক ব্যক্তিকে বলছে সেলাই করতে। আমরা রাজি না হতেই গেট আউট বলে তাড়িয়ে দিল।”