Didir Suraksha Kavach: এলাকায় যেতেই মহিলারা ঘিরে ধরলেন ‘দিদির দূত’-কে, তারপরই…
Didir Doot: মঙ্গলবার স্থানীয় মহিলারা পানীয় জলের সমস্যা থেকে আবাস নিয়ে দুর্নীতির কথা তুলে ধরেন জেলা সভাপতির সামনে।একভাবে প্রশ্নের মুখে পড়ে স্পষ্টতই কিছুটা বিব্রত হয়ে পড়েন সৌমেন বেলথরিয়া।
পুরুলিয়া: কোথাও পানীয় জল নেই, কোথাও আলো নেই, কোথাও পাকা রাস্তার দাবি এই রকম একাধিক ক্ষোভ বিক্ষোভের খবর সামনে এসেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে।’দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ‘দিদির দূত’ হয়ে গ্রামে যেতেই নিজেদের অভাব অভিযোগের কথা জানিয়েছেন এলাকাবাসী। এবার ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে এবার প্রশ্নের মুখে পড়লেন পুরুলিয়ার তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। মঙ্গলবার মানবাজার ১ নং ব্লকের বামনী মাঝিহিড়া অঞ্চলে ‘দিদির দূত’ কর্মসূচিতে যান তিনি। এখানেই মহিলাদের প্রশ্নের সম্মুখীন হন তৃণমূল নেতা।
মঙ্গলবার স্থানীয় মহিলারা পানীয় জলের সমস্যা থেকে আবাস নিয়ে দুর্নীতির কথা তুলে ধরেন জেলা সভাপতির সামনে।একভাবে প্রশ্নের মুখে পড়ে স্পষ্টতই কিছুটা বিব্রত হয়ে পড়েন সৌমেন বেলথরিয়া। এলাকার মহিলারা তৃণমূল নেতাকে ঘিরে ধরে অভিযোগ জানিয়ে বলেন, “গ্রামে জলের সমস্যা রয়েছে। এমনকী অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতেও জল নেই। এলাকায় নলকুপ নেই। থাকলেও জল পড়ে না। অনেক দূর থেকে গিয়ে জল নিয়ে আসতে হয় তাঁদের।” এক যুবক অভিযোগ করে বলেন,”ঘরের জন্য কাটমানি পর্যন্ত দিয়েছেন তিনি। তবু ঘর এখনও পাননি।”
এ দিন গ্রামবাসীদের অভিযোগগুলি লিখে নেন জেলা সভাপতি। তিনি আশ্বাস দেন যে, ২৪ ঘণ্টার মধ্যেই ওই এলাকায় জলের সুরাহা হবে। যা কিছু অভিযোগ তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সৌমেন বেলথরিয়া বলেন, “ওই গ্রামে গিয়ে আমরা দেখলাম ওদের কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে পানীয় জলের সমস্যার কথা আমাদের বলেছেন। এলাকা পরিদর্শনের পর আমরা দেখলাম যে সত্যি ওদের পানীয় জলের সমস্যা রয়েছে। অনেক দূর থেকে জল আনতে হয়। পঞ্চায়েতের সঙ্গে কথা হয়েছে যত দ্রুত সম্ভব এই সমস্যা মেটে তা আমি খতিয়ে দেখব।” একই সঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে গ্রাম-বাংলার মানুষ যে তৃণমূলকেই ভোট দেবেন সে ব্যাপারেও আশাবাদী তৃণমূল এই নেতা।