Purulia Cow Thief: চোর বলছে আমার, মালিক বলছে আমার- গরুই দিল ‘অগ্নিপরীক্ষা’

Jhalda: কাক ভোরে এক গৃহস্থের বাড়ির সামনে থেকে গরু চুরির চেষ্টা। তৈরি ছিল পিক আপ ভ্যানও। কিন্তু গরু চুরি করে পালানোর আগেই ধরা পড়ে গেলে অভিযুক্তরা।

Purulia Cow Thief: চোর বলছে আমার, মালিক বলছে আমার- গরুই দিল 'অগ্নিপরীক্ষা'
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 8:26 PM

ঝালদা: ‘গরু চোর’ এর খোঁজ মিলল এবার পুরুলিয়াতে (Purulia)। কাক ভোরে এক গৃহস্থের বাড়ির সামনে থেকে গরু চুরির চেষ্টা। তৈরি ছিল পিক আপ ভ্যানও। কিন্তু গরু চুরি করে পালানোর আগেই ধরা পড়ে গেলে অভিযুক্তরা। ধরা পড়তেই দুই অভিযুক্তের মুখে অসংলগ্ন কথাবার্তা। গরু চোর (Cow Thief) সন্দেহে স্থানীয় মানুষজন ওই দুই যুবককে দীর্ঘক্ষণ বেঁধে রাখল বিদ্যুতের খুঁটিতে। শুক্রবার ভোরে ঘটনাটি পুরুলিয়ার ঝালদায়। ঝালদার চাটানিপাড়া এলাকায় বাড়ি অমিত সেনের। ওই গৃহস্থের বাড়িতে একটি গরু রয়েছে। রাতের বেলা গরুটি বাড়ির বাইরেই খুঁটিতে বাধা ছিল। এদিন ভোরে অমিতবাবু যখন ঘুম থেকে উঠে বাড়ির বাইরে আসেন, তখন গরুটিকে আশপাশে দেখতে পাচ্ছিলেন না। এরপর চোখ যায় রাস্তার দিকে। দেখতে পান, দুইজন মাঝবয়সি যুবক একটি গরুকে টেনে নিয়ে যাচ্ছে। কাছেই একটি পিক আপ ভ্য়ান অপেক্ষায় ছিল। সেই দিকেই গরুটিকে টেনে নিয়ে যাচ্ছিল।

দূর থেকে দেখেই নিজের গরু চিনতে পেরে যান অমিতবাবু। এগিয়ে যান ওই দুই যুবকের দিকে। জানতে চান, তাঁর গরুটিকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ওই গরু যে অমিতবাবুর, তা যেন মানতেই চাইছিল না দুই যুবক। তারা বলে, গরুটিকে তারা কিনে নিয়ে এসেছে। তর্কাতর্কির পরিস্থিতি তৈরি হয়। আশপাশের কিছু লোকও জড়ো হয়ে যান ইতিমধ্যে। এরপর ওই দুই যুবককে বলা হয়, গরুটির বাঁধন ছেড়ে দেওয়ার জন্য। যদি গরুটি অমিতবাবুর বাড়ির দিকে ঢুকে যায়, তাহলেই বোঝা যাবে সেটি তাঁর গরু। আর যদি তেমন না হয়, তাহলে ওই গরুটিকে তিনি নিয়ে যেতে দেবেন। সেই মতো গরুটির বাঁধন খুলতেই সে হাঁটতে হাঁটতে গিয়ে ঢোকে অমিতবাবুর বাড়ির ভিতরে।

এরপরই স্থানীয় লোকজন ওই দুই যুবককে ধরে ফেলে এবং রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে দেয়। এরই মধ্যে ওই পিক আপ ভ্যানে থাকা অপর দুই যুবক গাড়িটি নিয়ে চম্পট দেয়। এদিকে পাকড়াও করা ওই দুই যুবক তখনও মানতে নারাজ, ওই গরুটিকে তারা চুরি করেছে। যদিও ওই গরুটিকে তারা কোথা থেকে পেয়েছে, সেই বিষয়েও সঠিকভাবে কোনও উত্তর দিতে পারছিল না। এরপর খবর দেওয়া হয় ঝালদা থানায়। ঘটনার খবর পেয়ে ঝালদা থানার পুলিশ গিয়ে ওই দুই যুবককে নিয়ে যায়। ইতিমধ্যেই ওই দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।