AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary School Reopening: আজ থেকে ছোটদের স্কুল, ব্যাগ পিঠে প্রস্তুত খুদেরা

Primary School Reopening: ঘরবন্দি থেকে এতদিনে বিচ্ছেদ হয়েছে বন্ধুদের সঙ্গে। আজ ফের আড্ডা, প্রাণখোলা হাসি, খেলাধূলা।

Primary School Reopening: আজ থেকে ছোটদের স্কুল, ব্যাগ পিঠে প্রস্তুত খুদেরা
বেসরকারি স্কুলে অফলাইন ক্লাস বন্ধের নির্দেশ (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 11:47 AM
Share

TV9 ব্যুরো: দু’বছর পর বুধবার থেকে স্কুলমুখী খুদেরা। ছোটদের তো আসলে দুটো বাড়ি। বাবা-মায়ের বাড়ি আর স্কুল বাড়ি। এতদিন বন্দি করে রেখেছিল দুষ্ট ভাইরাস। এবার মুক্তি। আজ থেকে ফের শিক্ষামন্দিরে শোনা যাবে ঘণ্টার ধ্বনি। লিটল এঞ্জেলদের আতিথিয়তায় প্রস্তুত স্কুলবাড়িও। ঘরবন্দি থেকে এতদিনে বিচ্ছেদ হয়েছে বন্ধুদের সঙ্গে। আজ ফের আড্ডা, প্রাণখোলা হাসি, খেলাধূলা।

শিলিগুড়িতে চালু হল ৩৯২টি প্রাথমিক স্কুল। পাড়ায় শিক্ষালয় বন্ধ হয়ে স্কুলে ফেরা প্রাথমিক স্তরের পড়ুয়াদের। কোভিড বিধি মেনেই আজ কমবেশি তিরিশ হাজার পড়ুয়া ফের স্কুলে গিয়ে পঠনপাঠনে মন দেবে। স্কুলে ক্লাস করবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরাও। তবে যে সব প্রাথমিক স্কুলে পর্যাপ্ত জায়গা নেই, সেখানে সপ্তাহে রোজ ক্লাস করা যাবে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন শিক্ষকশিক্ষিকারা।

শিক্ষা দফতরের নির্দেশ মেনেই প্রাথমিক স্কুল খুলল হাওড়া শহরে। দীর্ঘ দিন পরে গৃহবন্দি দশা কাটিয়ে স্কুলে আসা। সহপাঠীদের সঙ্গে ফের গল্প, ফের খেলাধুলো। সেই পরিচিত পরিবেশ। সেই ক্লাসরুমে বসে লেখাপড়া।

বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন প্রাথমিক স্কুল খুলল। দীর্ঘ দিন পর স্কুলে এসে খুব খুশি খুদে পড়ুয়ারা। আর পড়ুয়াদের ফের স্কুলে দেখে খুশি শিক্ষিকারাও। সব পড়ুয়াকে এক সঙ্গে বসিয়ে প্রথম ক্লাস স্কুলের মাঠেই। বন্ধুদের সঙ্গে বসে ক্লাস করতে পেরে আনন্দে আত্মহারা পড়ুয়ারা।

দুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পড়ুয়াদের করোনা বিধি মেনে ক্লাস করানোর যাবতীয় কাজ করা হচ্ছে। স্কুল পরিষ্কার, স্যানিটাইজেশন- সবই চলছে জোরকদমে। শিক্ষক শিক্ষিকারা ২ ফেব্রুয়ারি থেকে স্কুলে যাওয়া শুরু করেছেন। স্যানিটাইজেশন ও অনান্য প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, আগে আলাদা করে ভাগ ভাগ ভাবে যেভাবে ক্লাস নেওয়া হত, এবার তা হবে না।

২০২০ সালের ১৬ মার্চ শেষ স্কুল হয়েছিল। তারপর বন্ধ হয়ে যায় স্কুল। এরপর ২০২১-এর ১২ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল। কিন্তু ২০২১-র ২০ এপ্রিল থেকে ফের বন্ধ হয়ে যায় স্কুল। দ্বিতীয় ঢেউয়ের সময়ে গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যে কোভিড সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কীভাবে কোভিড মেনে খুদেদের ক্লাস নেওয়া হবে, সেটাই দেখার। তবে স্কুলে আসতে পেরে খুশি খুদেরা। খুদেগুলোর কথায়, “খুব মজা হচ্ছে। সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। আনন্দ করলাম, পড়াশোনা করলাম, খেলাম আবার।”

হাওড়ার এক স্কুলের টিচার ইন চার্জের কথায়, “ছেলেরা এতদিন পর স্কুলে এসেছে। ওরা ভীষণ খুশি। তার থেকেও বেশি খুশি আমরা। অনলাইনে বাচ্চা ছেলেদের পড়ানো অনেক অসুবিধা। সবাই ওভাবে পাড়ে না। স্কুল যে খুলল, আমরাও খুশি, ওরাও খুশি। এইভাবেই চলুক।”

আরও পড়ুন: Bhabanipur Murder: কম্বলে জৈবিক তরলের দাগ, সারা শরীরে আঁচড়! খুনের আগে ব্যবসায়ী-যুবকের মধ্যে কী ঘটেছিল? নয়া তথ্য