ভাঙড়ে ভয়াবহ আগুন, দুই কর্মীকে বাঁচাতে গিয়ে পুড়ে মৃত্যু মালিকেরও

দুই কর্মীকে উদ্ধার করতে আগুনের ভিতরই ঝাঁপ মারেন দোকান মালিক। পরে তিনজনেরই দগ্ধ দেহ উদ্ধার করে পুলিস।

ভাঙড়ে ভয়াবহ আগুন, দুই কর্মীকে বাঁচাতে গিয়ে পুড়ে মৃত্যু মালিকেরও
এভাবেই কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা।
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 12:35 PM

দক্ষিণ ২৪ পরগনা: দোকানে আগুন। সেই আগুনে পুড়ে মৃত্যু হল দুই কিশোর-সহ দোকান মালিকের। শনিবার ভাঙড়ের ঘটকপুকুরে এই ঘটনা ঘটে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিস। মৃতদের নাম মোশারফ মোল্লা (৩৮), রাকিবুল মোল্লা (১৪), আতিকুল মোল্লা (১২)।

স্থানীয়রা জানান, এদিন সকালে হঠাৎই ঘটকপুকুর বাজারে একটি কেরোসিনের দোকানে আগুন লেগে যায়। সেই আগুনের লেলিহান শিখা ক্রমেই ছড়াতে শুরু করে চারপাশে। পিছনেই ছিল একটি রেস্তোরাঁ। মুহূর্তে তা আগুনের গ্রাসে চলে যায়। এদিকে রাতে দোকানের ভিতরই ঘুমিয়েছিল রেস্তোরাঁর দুই কিশোর কর্মচারি রাকিবুল, আতিকুল। ঘুমের মধ্যেই সব শেষ। পুড়ে খাক দু’টো জ্যান্ত প্রাণ। এদিকে দোকানে আগুন লাগার খবর পেয়েই ছুটে আসেন রেস্তোরাঁ মালিক মোশারফ মোল্লা। দুই কর্মীকে বাঁচাতে আগুনেই ঝাঁপ মারেন তিনি। পরে মালিক-সহ তিনজনেরই মৃতদেহ বের করে আনে পুলিস।

জ্বলছে দোকান।

প্রাথমিকভাবে এলাকার লোকজনই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। কীভাবে এই আগুন লাগল তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিস। তবে স্থানীয়রা বলছেন, দোকানগুলিতে দাহ্য বস্তু থাকায় মুহূর্তে এমন সর্বগ্রাসী হয়ে ওঠে আগুন। ঘটনাস্থলে রয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম।