Budge Budge: কালী পুজোর আগেই নুঙ্গিতে অভিযান, বাজেয়াপ্ত ১৫০ কিলো নিষিদ্ধ বাজি
Budge Budge: এগরা, বজবজ ও দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনার একাধিক মৃত্যুর পর থেকেই বন্ধ ছিল বাজি ব্যবসা। আর এবার কালীপুজোর আগেই মহেশতলা নুঙ্গি বাজি বাজারে ডিএসপি ইন্ডাস্ট্রিয়ালের নেতৃত্বে মহেশতলা ও বজবজ দুটি থানার পুলিশের যৌথ অভিযান চলে
বজবজ: কালীপুজোর আগে নুঙ্গি বাজি বাজারে যৌথ অভিযান চালাল মহেশতলা বজবজ থানার পুলিশ। যৌথ অভিযানে উদ্ধার ১৫০ কিলো নিষিদ্ধ বাজি। বিভিন্ন জায়গায় পরপর বাজি বিস্ফোরণের ঘটনায় তৎপর হয়ে ওঠে প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে একাধিক অবৈধ বাজি কারখানার হদিশ মেলে। তার জেরে মুখ থুবড়ে পড়ে বাজি ব্যবসা।
এগরা, বজবজ ও দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনার একাধিক মৃত্যুর পর থেকেই বন্ধ ছিল বাজি ব্যবসা। আর এবার কালীপুজোর আগেই মহেশতলা নুঙ্গি বাজি বাজারে ডিএসপি ইন্ডাস্ট্রিয়ালের নেতৃত্বে মহেশতলা ও বজবজ দুটি থানার পুলিশের যৌথ অভিযান চলে। বাজারের সমস্ত দোকানের লাইসেন্স খতিয়ে দেখা হয় পুলিশের তরফে। এবং পরিবেশবান্ধব বাজি বিক্রি হচ্ছে কিনা সে সমস্ত বিষয় দেখা হয়। বাজি ব্যবসায়ীরা পরিবেশবান্ধব বাজি বারকোড স্ক্যান করে দেখায় পুলিশ আধিকারিকদের। মহেশতলা ও বজবজ দুটি থানায় মিলিয়ে প্রায় ১৫০ কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরেই কয়েক দিনের ব্যবধানে এগরা ও নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। দুটি বিস্ফোরণই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বাংলাকে। ছিন্নভিন্ন হয়েছিল একাধিক শরীর। কোথাও পুকুরে উড়ে গিয়ে পড়েছিল দেহ, কোথাও আবার কয়েক ফুটে দূরের জঙ্গলে। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পুলিশ প্রশাসনকে। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের একাধিক জায়গায় বাজি কারখানায় অভিযান চালায় পুলিশ। ক্ষতির মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। এবারও কালী পুজোর আগে পুলিশ বাংলার বৃহত্তম বাজি আড়ত নুঙ্গিতে অভিযান চালাল পুলিশ।