Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budge Budge Nurshing Home: রোগীর পরিবারের সদস্যদের লাঠি-রড দিয়ে মারধরের অভিযোগ, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল

Budge Budge: রোগীর পরিবার সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার মেটিয়াবুরুজের বাসিন্দা নেহা পারভিন। রবিবার পেটের সমস্যা নিয়ে তিনি বজবজের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন।

Budge Budge Nurshing Home: রোগীর পরিবারের সদস্যদের লাঠি-রড দিয়ে মারধরের অভিযোগ, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল
নেহা পারভিন (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 1:17 PM

বজবজ: রোগীর পরিবারকে হেনস্থার অভিযোগ উঠল বেসরকারি একটি নার্সিংহোম ও তার কর্তৃপক্ষর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বজবজের ঘটনা।

রোগীর পরিবার সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার মেটিয়াবুরুজের বাসিন্দা নেহা পারভিন। রবিবার পেটের সমস্যা নিয়ে তিনি বজবজের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। পরিবারের অভিযোগ, নার্সিংহোমের তরফে বলা হয় রাত্রি দেড়টা নাগাদ রোগীর সঙ্গে যেন পরিবারের সদস্যরা দেখা করেন। সেই মোতাবেক রাত্রিবেলা হাসপাতাল পৌঁছন তাঁরা। এরপরই বাধে গণ্ডগোল। পরিবারের সদস্যরা রোগীর সঙ্গে দেখা করতে গেলে তাদের গেটের মুখেই বাধা দেয় নিরাপত্তারক্ষী। আপতকালীন দরজাও বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, হাসপাতালের অন্য একটি গেট থেকে বেশ কয়েকজন হাতে লাঠি, বাঁশ এবং রড নিয়ে এসে পরিবারের লোকজনের উপর চড়াও হয়। এতে আহত হন পরিবারের কয়েকজন সদস্যও। এই সবের মধ্যেই খবর আসেন নেহা মারা গিয়েছে।

তবে এখানেই শেষ নয়, পাশাপাশি হাসপাতালে বিল নিয়ে বচসা শুরু হয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। কিছুক্ষণ পরই হাসপাতালে পৌঁছায় বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী।পুলিশ পৌঁছে আহতদের খড়িবেরিয়া হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। এই বিষয়ে মৃতের ভাই বলেন, ‘আমার দিদি সকাল নাগাদ মারা যায়। এরপর সাতটা নাগাদ বিল দেয় আমাদের। আমার জিজ্ঞাসা করলাম যে বিলিং কেন হয়েছে। সেই বিষয়টি জিজ্ঞাসা করতেই সঙ্গে-সঙ্গে আমাদের মারধর করতে শুরু করে। ওরা জানায় কুড়ি হাজার টাকা বিল হয়েছে। আমরা বলি রোগী মারা গিয়েছে। তাহলে বিল কীভাবে হল। এরপরই ওরা চড়াও হয় আমাদের উপর।’ তবে গোটা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।