Diamond Harbour TMC MLA: ভিডিয়ো: ‘২ টাকার চাকর’ বলতেই তৃণমূল বিধায়ককে ধমক ডায়মন্ড হারবারের পুলিশ কর্তার
Diamond Harbour TMC MLA: পুলিশের উদ্দেশ '২ টাকার চাকর' বলতেও শোনা যায় তাঁকে। তারপরই ধমক খান এসডিপিও-র। দেখুন ভিডিয়ো...
জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত গত রবিবার। স্থানীয় ভোলেনাথ এলাকায় ওই দিন এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়। তাতে পরিবারের তরফে খুনের অভিযোগ ওঠে। ওই খুনের মামলায় বৃদ্ধার ছেলেকেই গ্রেফতার করা হয়। অভিযোগ, সে সময় এক তৃণমূল কর্মী ওই এলাকায় উপস্থিত হয়ে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন। সেই অভিযোগে তৃণমূলের ওই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উস্থি থানার পুলিশ। ঘটনার খবর পাওয়ার পর থানায় উপস্থিত হয়েছিলেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন দে। জানা যাচ্ছে, জেরায় ওই তৃণমূল কর্মী জানিয়েছেন, দলীয় বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নির্দেশে সাম্প্রদায়িক উস্কানি মূলক কথাবার্তা বলেছিলেন। এসবের মাঝেই দলীয় ওই কর্মীকে ছাড়ানোর নামে থানার ভেতরে ঢুকে পড়েন তৃণমূলের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, থানার ভিতরে তিনি যথেষ্ট চোটপাট করছেন। পুলিশের উদ্দেশ ‘২ টাকার চাকর’ বলতেও শোনা যায় তাঁকে। তারপরই ধমক খান এসডিপিও-র। .
বিধায়কের সামনে এসে দাঁড়ান এসডিপিও মিঠুন দে। তাঁর ধমক খেয়ে খুব অল্প সময়ের মধ্যে থানা থেকে বেরিয়ে যান বিধায়ক। শাসকদলের একজন বিধায়কের প্রতি এসডিপিওর এই ভূমিকায় খুশি স্থানীয় মানুষ। দলীয় নেতৃত্বের বক্তব্য, “কোনও একটি পরিস্থিতিতে বিধায়ক এমন কাজ করে ফেলেছেন। দল এটাকে কোনওভাবেই সমর্থন করে না। পুলিশ তার কাজ করবে। এটাই কাম্য।”
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “আমরা প্রশাসনকে সম্মান করি। আমাদের দল কোনওরকম অপশব্দচয়নকে সমর্থন করে না। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে। কেউ যদি এরকম মন্তব্য করে থাকেন, তার পাশে তৃণমূল কংগ্রেস নেই।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কালীঘাট থানায় ঢুকে আসামী ছিনতাই করেছে। তাহলে ঝাড় যেমন বাঁশ তেমনই হবে।”