Joynagar TMC Leader Murder: হেঁটে যাচ্ছেন TMC নেতা… খুনের ঠিক আগের মুহূর্তে কী ঘটল, দেখুন সেই ফুটেজ
Joynagar TMC Leader Murder: সোমবার নামাজ পড়তে যাওয়ার পথে খুন হন অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছেন তিনি। ভোরের আলো তখনও ফোটেনি। ওই রাস্তা দিয়ে আরও এক-দু'জন হেঁটে যাচ্ছেন।
জয়নগর: এখনও অগ্নিগর্ভ পরিস্থিতি জয়নগরে। তৃণমূল নেতা খুনের পর চলছে রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল-সিপিএম একে অন্যের দিকে করছে কাদা ছোড়াছুড়ি। কীভাবে খুন হলেন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর? সেই সিসিটিভি ফুটেজের ভিডিয়ো হাতে এল টিভি ৯ বাংলার (সত্যতা যাচাই করা হয়নি)।
সোমবার নামাজ পড়তে যাওয়ার পথে খুন হন অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছেন তিনি। ভোরের আলো তখনও ফোটেনি। ওই রাস্তা দিয়ে আরও এক-দু’জন হেঁটে যাচ্ছেন। তারপরই হেঁটে যেতে দেখা গেল সইফুদ্দিনকে। তৃণমূল নেতা বেরিয়ে যেতেই দু’টি বাইক দ্রুত গতিতে তাঁর পিছন পিছন ধাওয়া করে। এরপরই চলে গুলি। দৌড়াদৌড়ি শুরু করেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পাঁচ জন দুষ্কৃতীর ছোড়া গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তৃণমূল নেতার শরীর।পালানোর সময় একজনকে ধরে ফেলেন ক্ষিপ্ত জনতা। অভিযোগ, গণপিটুনির জেরে মৃত্যু হয় সাহাবুদ্দিন লস্কর নামে ওই অভিযুক্তের। এরপর থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সংশ্লিষ্ট গ্রামে। তৃণমূল দাবি করে, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাঁকে।