Sealdah Local Train: লাইনে ফাটল, সপ্তাহের শুরুতেই শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন চলাচল বিঘ্ন
Sealdah Local Train: শিয়ালদহ দক্ষিণ শাখার রেল দুর্ভোগে নিত্য যাত্রীরা। শনি-রবিবার আর শ্রমিক দিবসের ছুটি কাটিয়ে মঙ্গলবার সকালে সবাই কাজে বেরিয়েছিলেন। কিন্তু কাজে যাওয়ার প্রথম দিনই নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের।
গড়িয়া: সপ্তাহের শুরুতেই ট্রেন চলাচল বিঘ্ন। গড়িয়া রেললাইনে ফাটলের কারণে ব্যহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। সপ্তাহের শুরুতেই বিপর্যস্ত পরিষেবা। মঙ্গলবার সকালেই ৮.৩২ মিনিটের ক্যানিং শিয়ালদহ মাতৃভূমি লোকাল-সহ চার জোড়া ট্রেন বাতিল হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার রেল দুর্ভোগে নিত্য যাত্রীরা। শনি-রবিবার আর শ্রমিক দিবসের ছুটি কাটিয়ে মঙ্গলবার সকালে সবাই কাজে বেরিয়েছিলেন। কিন্তু কাজে যাওয়ার প্রথম দিনই নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকে প্রচুর ট্রেন বাতিল করা হয়। একাধিক স্টেশনে তা ঘোষণাও করা হয়। তবে রেলের তরফ থেকে জানা যাচ্ছে, দক্ষিণ শাখায় গড়িয়াতে রেল লাইনের ওপর গাছ পড়ে যাওয়ার কারণেও ট্রেন চলাচল কিছুটা ব্যহত হয়েছে। পরে অবশ্য গড়িয়া প্ল্যাটফর্মের কাছে রেললাইনে ফাটল নজরে আসে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল কর্মীরা। ফাটল মেরামতির কাজ শুরু হয়েছে।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। তবে পুরো পরিষেবা স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে গিয়েছে। ক্যানিং থেকে সাতটা পঞ্চাশের ট্রেন ৮.২০ তে ছাড়ে। প্ল্যাটফর্মগুলিতে যাত্রীদের ভিড় নজরে পড়ার মতো।
এক নিত্যযাত্রী বলেন, “সকাল থেকে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দেখছি ট্রেন আসছে না। প্রথমে তো প্ল্যাটফর্মে কিছুই ঘোষণা করা হচ্ছিল না। আমরা কোনও বিষয়ে অবগতই ছিলাম না। স্বাভাবিকভাবে সমস্যা তো হচ্ছিল। স্টেশনে ভিড় হতে থাকে। অনেকক্ষণ পর ট্রেনে ঘোষণা করা হতে থাকে, গড়িয়াতে নাকি লাইনে ফাটল দেখা দিয়েছে।” আরেক যাত্রী বলেন, “সপ্তাহের শুরুতে কাজে যাচ্ছিলাম। প্রথম দিনেই এই সমস্যা। এর পর ঝড়বৃষ্টি তো রয়েইছে। তখন সমস্যা আরও বাড়বে।”