Srijan Bhattacharya: প্রচারে গিয়ে উপহার তরমুজ, হাসিমুখে সৃজন বললেন, ‘ভাঙড়ের অবস্থাও এমন, বাইরেটা জোর করে সবুজ, ভিতর লাল’

Srijan Bhattacharya CPIM: উল্লেখ্য এদিন ছিলো পোলেরহাটের হাটবার। প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতা টাটকা সবজি নিয়ে বাজারে উপস্থিত হয়েছিলেন। কাদা জলে সাধারণ ক্রেতা বিক্রেতাদের কাছে গিয়ে সমর্থন আদায় করেন সৃজন। বস্তুত, এবার সৃজনের বিপরীতে লড়ছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বস্তুত

Srijan Bhattacharya: প্রচারে গিয়ে উপহার তরমুজ, হাসিমুখে সৃজন বললেন, 'ভাঙড়ের অবস্থাও এমন, বাইরেটা জোর করে সবুজ, ভিতর লাল'
ভাঙড়ে ভোট প্রচারে সৃজনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2024 | 12:29 PM

ভাঙড়ে: ভাঙড়ের একটি বাজারে-বাজারে গিয়ে তখন প্রচারে ব্যস্ত যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেখানে অবস্থিত প্রত্যেক দোকানদারের কাছে গিয়ে হাত মেলাচ্ছেন তিনি। একগাল হাসি নিয়ে কথা বলছেন সকলের সঙ্গে। এই প্রচার যখন চলছে তখনই আচমকা সৃজনের হাতে একটি তরমুজ তুলে দিলেন এলাকারই এক বাসিন্দা। আর সেই তরমুজ হাতে নিয়েই কৌশলী মন্তব্য করলেন সৃজন।

ভাঙড়ের পোলেরহাট ১ নম্বর বাজারে ভোট প্রচারে গিয়েছিলেন সিপিএম প্রার্থী। সেই সময়ই তাঁর হাতে তরমুজ ধরান এক ব্যবসায়ী। নিয়েই সৃজন বললেন, “ভাঙড়ের অবস্থা তরমুজের মতো। বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে। ভিতরটা কিন্তু লাল।”

উল্লেখ্য এদিন ছিলো পোলেরহাটের হাটবার। প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতা টাটকা সবজি নিয়ে বাজারে উপস্থিত হয়েছিলেন। কাদা জলে সাধারণ ক্রেতা বিক্রেতাদের কাছে গিয়ে সমর্থন আদায় করেন সৃজন। বস্তুত, এবার সৃজনের বিপরীতে লড়ছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বস্তুত, এর আগে সৃজনকে লড়তে দেখা গিয়েছিল বিধানসভা ভোটে। পালাবদলের সময় দাঁড়িয়ে থাকা সিঙুর থেকে একুশের বিধানসভা ভোটের বাম প্রার্থী হয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ছিলেন তৃণমূলের বেচারাম মান্না, বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু, হারতে হয়েছিল সৃজনকে। লোকসভা ভোটে লড়াইয়ের নিরিখে তিনি বেশ শিক্ষানবিশ। যাদবপুরে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তৃণমূল প্রার্থী সায়নীর বিরুদ্ধে লড়াইটা কী বেশ শক্ত হতে চলেছে? উত্তর যদিও সময়ই দেবে।