TMC Leader Murder: জীবনতলায় তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে ‘খুন’

TMC Leader Murder: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ৭ নম্বর গ্রামের ঘটনা। পরিবারের অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে রবীন্দ্রনাথবাবুর টাকা-পয়সা সংক্রান্ত বিবাদ ছিল। সেই কারণেই খুন কি না তার তদন্ত করছে পুলিশ।

TMC Leader Murder: জীবনতলায় তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে 'খুন'
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2024 | 8:51 AM

জীবনতলা: তৃণমূল নেতাকে মাদক খাইয়ে খুনের অভিযোগ। শুধু তাই নয়, মাদক খাওয়ানোর পর পিটিয়ে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ৭ নম্বর গ্রামে। পরিবারের অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে রবীন্দ্রনাথবাবুর টাকা-পয়সা সংক্রান্ত বিবাদ ছিল। সেই কারণেই খুন কি না তার তদন্ত করছে পুলিশ। মৃতের স্ত্রী বলেন, “ও আগেও গলায়-গলায় মদ খেত। কিন্তু কোনও দিনও অজ্ঞান হয় না। আমার মেয়ে বলছিল বাবাকে ওরা কিছু খাইয়েছে। ওর মুখ, জিভ কালো হয়ে গিয়েছিল। আর তিনজন লোক আমাদের পাড়ার সামনে বাঁশ নিয়ে ঘোরাঘুরি করছিল। এরাই ওকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপরই মেরে ফেলেছে।”

এ দিকে, ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধাক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। শওকত মোল্লা বলেন, “ময়না তদন্তের রিপোর্ট না এলে বলা যাবে না কীভাবে খুন হয়েছিল, কেন খুন হয়েছিল। কারণ ওর কোনও রাজনৈতিক শত্রু সেইভাবে ছিল না। খুবই ভাল ছেলে।”