Jaynagar Death: পুকুরের জলে ভাসছে উঠল ছোট্ট দুটি শরীর, পাড়ে পড়ে গামছা জুতো
Jaynagar Death: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার শাহজাদাপুর মণ্ডলপাড়া গ্রামে। মৃতদের নাম জ্যোতি মণ্ডল (১৪) অঙ্কিতা নস্কর (১৩)। শনিবার একটি পুকুরে স্নানে নামে এই দু'জন। তখনই কোনও ভাবে ডুবে যায় তারা।
জয়নগর: এক সঙ্গে স্নান করবে বলেছিল দুই বন্ধু নেমেছিল পুকুরে। তবে ধড়ে প্রাণ নিয়ে যে বাড়ি ফেরা হবে না তা ঠাউর করতে পারেনি ওরা। পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকা। পাশে শুধু পড়ে রইল তাদের ব্যবহার করা গামছা ও জুতো।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার শাহজাদাপুর মণ্ডলপাড়া গ্রামে। মৃতদের নাম জ্যোতি মণ্ডল (১৪) অঙ্কিতা নস্কর (১৩)। শনিবার একটি পুকুরে স্নানে নামে এই দু’জন। তখনই কোনও ভাবে ডুবে যায় তারা।
এ দিকে, মেয়ে দু’টো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। শুরুতে তাঁদের কোনওভাবে খুঁজে না পেলেও পরে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে তাঁদের গামছা ও জুতো পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। তখন আর বুঝতে বাকি থাকে না কিছুই।
এরপর তড়িঘড়ি গ্রামবাসী ও পরিবারের লোকেরা ওই পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করার করে জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।এ দিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বকুলতলার থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বকুলতলা থানার পুলিশ। সেই সঙ্গে কীভাবে ঘটনা ঘটল তার তদন্ত করছে পুলিশ।