AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Exam: ‘রাষ্ট্রীয় উদ্য়োগে আমাদের ফের অগ্নিপরীক্ষায় নামানো হল’, কালো পাঞ্জাবি পরে পরীক্ষা কেন্দ্রে চাকরিহারা মেহবুব

SSC Exam News: মোট দু’দিন হতে চলেছে শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর হচ্ছে নবম-দশমের পরীক্ষা। ১৪ তারিখ হবে একাদশ-দ্বাদশের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ৫ লক্ষ ৬৫ হাজার। ৭ সেপ্টেম্বর পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন চাকরিপ্রার্থী।

SSC Exam: ‘রাষ্ট্রীয় উদ্য়োগে আমাদের ফের অগ্নিপরীক্ষায় নামানো হল’, কালো পাঞ্জাবি পরে পরীক্ষা কেন্দ্রে চাকরিহারা মেহবুব
কী বলছেন মেহবুব? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2025 | 10:26 AM
Share

সোনারপুর: কালো পোশাক পরে প্রতিবাদে চাকরিহারাদের একাংশ। কালো পাঞ্জাবি পরে পরীক্ষা দিতে গেলেন চাকরি চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। সোনারপুরে বিদ্যাপীঠ স্কুল তাঁর সিট পড়েছে। বারুইপুরের বাড়ি থেকে সকালেই সেখানে চলে যান। মনে একরাশ ক্ষোভ। সংবাদমাধ্যমের সামনে তা উগরেও দিলেন। মেহবুব বলেন, “সতীদাহের নাম করে যেমন জোর করে মেয়েকে চিতায় তুলে পোড়ানো হত, যেভাবে গ্যালেলিওকে জোর করা হয়েছিল ঠিক সেভাবে আমাদেরও জোর করে রাষ্ট্রীয় উদ্য়োগে, বিচারবিভাগের সহযোগিতায় পুনরায় আমাদের অগ্নিপরীক্ষায় নামানো হচ্ছে। এর ফলাফল, পরিণতি কী হবে আমরা জানি না।” 

কোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছিল ২০১৬ সালের পুরো প্যানেলটাই। রাতারাতি চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজারের। তারপর থেকে তা নিয়ে কম টানাটানি হয়নি। বারবার দরবার হয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষায় বসতেই হচ্ছে চাকরিহারাদের। এবার নিয়োগ হতে চলেছে ৩৫ হাজার ৭৫২ পদে। 

মোট দু’দিন হতে চলেছে শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর হচ্ছে নবম-দশমের পরীক্ষা। ১৪ তারিখ হবে একাদশ-দ্বাদশের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ৫ লক্ষ ৬৫ হাজার। ৭ সেপ্টেম্বর পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন চাকরিপ্রার্থী। ১৪ তারিখের পরীক্ষার দিন পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী। এদিন গোটা রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্র থাকছে ৬৩৫টি। ১৪ সেপ্টেম্বর গোটা রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্র থাকছে ৪৭৮টি পরীক্ষা কেন্দ্র।