West Bengal Panchayat Elections 2023: তৃণমূলকে হেরে যেতে দেখে গণনা কেন্দ্রেই মারধরের অভিযোগ উঠল লাভলি মৈত্রের বিরুদ্ধে
West Bengal Panchayat Elections 2023: মধ্যরাতে সোনারপুরের সবকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের ৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বিরোধীদের তোলা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷
দক্ষিণ ২৪ পরগনা: গণনাকেন্দ্রের মধ্যে ঢুকে বিরোধী প্রার্থী ও তাঁর এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, তাঁদেরকে গণনাকেন্দ্র থেকে বের করে দিয়ে জোর করে পঞ্চায়েতের আসন দখলেরও অভিযোগ ওঠে ৷ বিধায়ক হয়েও কেন গণনা কেন্দ্রের মধ্যে লাভলি মৈত্র ঢোকেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা ৷
আক্রান্ত বিজেপি প্রার্থী বাসুদেব নস্কর বলেন, “যখন ৬ রাউন্ড গণনা চলছিল, তখন সিপিএম ও বিজেপি আমরাই বেশিরভাগটা জয়ী হচ্ছিল। তৃণমূলের এলাকার তাবড় নেতারা যখন হেরে যাচ্ছিলেন, তখন লাভলি মৈত্র কিছু মস্তান এনে গণনাকেন্দ্রে ঢুকে মারধর করে বার করে দেন। একজন মাত্র জয়ী হয়ে সার্টিফিকেটটা হাতে পেয়েছেন।”
মধ্যরাতে সোনারপুরের সবকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের ৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বিরোধীদের তোলা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ বিধায়ক জানান, তিনি নির্বাচনী এজেন্ট হিসাবে গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন ৷ তিনি বর্তমানে লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বলেও জানান বিধায়ক ৷ ঘটনার প্রতিবাদে রাস্তা্ অবরোধ করেন বাম ও বিজেপি কর্মীরা ৷ ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।