CBI: এবার ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের দল
Bhangar: শাহজাহানের পাশাপাশি রাবেয়া বিবিও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ভাঙড়-১ ব্লকের চন্দনেশ্বর-১ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান তিনি।
দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের তৃণমূল নেতার (Bhangar TMC Leader) বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। রবিবার ভাঙড়-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ভাঙড়-১ ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে অভিযান চালায় সিবিআই। এদিন বেলা সাড়ে ৩টে নাগাদ ভাঙড় থানার শাকশহর পুকুর গ্রামে যায় সিবিআইয়ের একটি দল। সেখানেই তৃণমূল নেতা শাহজাহান মোল্লার বাড়ি। গ্রামের মাঝে তাঁর বিশাল তিনতলা বাড়িতে প্রবেশ করেন সিবিআইয়ের ৬ আধিকারিক। প্রতিনিধি দলে একজন মহিলা অফিসারও ছিলেন। সূত্রের খবর, প্রায় চার ঘণ্টা ধরে শাহজাহান মোল্লা ও তাঁর স্ত্রী রাবেয়া বিবিকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। কী কারণে এই অভিযান, তা নিয়ে স্পষ্ট করে কেউই মুখ খোলেননি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিয়োগ সংক্রান্ত মামলার বিষয়ে এদিন তদন্তকারীরা যান।
শাহজাহানের পাশাপাশি রাবেয়া বিবিও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ভাঙড়-১ ব্লকের চন্দনেশ্বর-১ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান তিনি। শাহজাহান মোল্লার দুই মেয়ের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন, অন্যজন জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের করণিক পদে কর্মরত। সূত্রের খবর, এদিন দু’জনের ব্যাঙ্কের নথিপত্র যাচাই করেন সিবিআই কর্তারা। বাড়িতে নগদ ৪ লক্ষ ৬০ হাজার টাকাও পেয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
যদিও সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, এমন কোনও খবর নেই। এদিন সন্ধ্যা পার করে সিবিআই এলাকা ছাড়ে। সিবিআইয়ের এই অভিযান সম্পর্কে ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লা বলেন, “বেশ কিছু ব্যাপারে সিবিআই আধিকারিকরা আমাকে ও আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। ব্যাঙ্কের নথিও দেখতে চান। আমি সবরকম ভাবে সহযোগিতা করেছি। প্রয়োজন হলে আগামিদিনেও সবরকম সহযোগিতা করব বলেই আশ্বাস দিয়েছি।”