বঙ্গযুদ্ধে সুপার শনিবার: তারকেশ্বরে মোদী-মমতার ডুয়েল, নাগাড়ে ৪ সভা যোগীর
মেগা শনিবার বাংলায় প্রচার ঝড় তুলতে একই দিনে একের পর এক সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে দোসর হয়ে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কলকাতা: দুই দফা শেষ। বাকি এখনও ছয়। সময় যত গড়াচ্ছে, একুশের বঙ্গযুদ্ধের উত্তাপ ততই বাড়ছে রাজ্যে। মেগা শনিবার বাংলায় প্রচার ঝড় তুলতে একই দিনে একের পর এক সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে দোসর হয়ে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পিছিয়ে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও একের পর এক সভা করবেন বাংলায়।
শনিবার তারকেশ্বর একই দিনে দেখতে চলেছে মোদী-মমতার ডুয়েল। শনিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ প্রথমে তারকেশ্বরে জনসভা করবেন তৃণমূল নেত্রী। এর কয়েক ঘণ্টার মধ্যেই ২.৪৫ নাগাদ তারকেশ্বরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সভা শেষ করে উড়ে যাবেন দক্ষিণ ২৪ পরগনায়। বিকেল ৪.২০ সোনারপুরে জনসভা করবেন তিনি।
হিন্দুত্বের পোস্টারবয় যোগীও আগামিকাল পশ্চিমবঙ্গে কোমর বেঁধে প্রচারে নামবেন। পরপর ৪টি সভা করবেন তিনি। প্রথমে সকাল ১০টায় উলুবেড়িয়ায় সভা রয়েছে যোগীর। এরপর দুপুর ১২টায় হাওড়া উত্তর, দুপুর ২.০৫ মিনিটে ফলতা এবং বিকেল ৩.২০ তে কুলতলিতে সভা রয়েছে তাঁর।
আরও পড়ুন: মমতার জন্য থামেনি ভোটগ্রহণ, পুনরায় ভোট হচ্ছে না নন্দীগ্রামে, কমিশনে রিপোর্ট দুবের
অন্যদিকে, আজ উত্তরবঙ্গ থেকে ফিরে এবার দক্ষিণের জমি ধরে রাখতে ঝাঁপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সকাল সকাল ১১ টা নাগাদ রায়দিঘিতে জনসভা রয়েছে তাঁর। এরপর সকাল ১১.৪৫ নাগাদ কুলপিতে জনসভা করবেন। দুপুর ১২.৩০ তে সভা করবেন তারকেশ্বরে। দুপুর ১.৩০ টা নাগাদ হাওড়া সদরে রোড শো করবেন।
আরও পড়ুন: মমতার জন্য থামেনি ভোটগ্রহণ, পুনরায় ভোট হচ্ছে না নন্দীগ্রামে, কমিশনে রিপোর্ট দুবের