Suvendu Adhikari: ‘দিল্লি এইমসে নিয়ে যাওয়া হোক অনুব্রতকে’, পরামর্শ দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, 'এটা একটা ক্লারিক্যাল ওয়ার্ক ছাড়া আর কিছুই নয়।'

Suvendu Adhikari: 'দিল্লি এইমসে নিয়ে যাওয়া হোক অনুব্রতকে', পরামর্শ দিলেন শুভেন্দু
সাংবাদিক বৈঠকে আক্রমণ শুভেন্দুর
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2022 | 8:26 PM

হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন এলেই সিবিআই, ইডিকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার। সিবিআই, ইডি-কে বিজেপির রত্ন বলেও কটাক্ষ করেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি, সিবিআই, ইডি-কে মমতা নিয়ন্ত্রণ করতে পারছেন না বলেই এমন কথা বলছেন। পাশাপাশি, অনুব্রত মণ্ডলের অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুব্রতকে এইমসে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।’

বুধবার হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘উনি যেমন করেন সিআইডিকে, জ্ঞানবন্ত সিং কে ব্যবহার করেন। উনি যেমন ডিজি এবং গোটা পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে বিরোধীদের দমন পীড়ন করান, মিথ্যা মামলা করেন। সে ভাবে সিবিআই ইডিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না।’ শুভেন্দু আরও বলেন, ‘ওনার জেনে রাখা দরকার, সিবিআই বা ইডি-র ডিরেক্টরের সিলেকশনটা হয় প্রধানমন্ত্রীর চেয়ারে। সেখানে উপস্থিত থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং লোকসভার প্রধান বিরোধী দলনেতা। এই ডিরেক্টর সিলেকশন কোনও রাজনৈতিক দল পরিচালনা করতে পারে না। এগুলো জানেন না বলেই ধরনের কথাবার্তা বলছেন।’

এ দিকে, বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের অভিযোগে যে মামলা দায়ের হয়েছে, তারই তদন্তে অনুব্রতকে তলব করেছে সিবিআই। পরপর দু’বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিবিআইয়ের (CBI) তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। জানিয়েছেন তিনি ‘অসুস্থ’, তাই হাজিরা দিতে পারছেন না। বীরভূমের ইলামবাজারের গোপালনগরের বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের অভিযোগে যে মামলা দায়ের হয়েছে, তারই তদন্তে অনুব্রতকে ডাকা হয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

অনুব্রত মন্ডলের অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিবিআই-এর কাছে আবেদন করব ওনাকে দিল্লি এইমসে নিয়ে গিয়ে ভালো করে স্বাস্থ্য পরীক্ষা করাতে। এতটাই গুরুতর অসুস্থ এসএসকেএমে ওঁর চিকিৎসা হবে না।’

নেতাজি ইন্ডোরে হওয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, এটা একটা ক্লারিক্যাল ওয়ার্ক। এর বেশি গুরুত্ব নেই। কাগজপত্র ইলেকশন কমিশনের জমা না দিলে বাতিল হয়ে যেতে পারে। তাই ভোট করা হয় বলে উল্লেখ করেন তিনি।

এ দিন তিনি আরও একবার বলেন, ‘তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক দল নয়। ওটা একটা কোম্পানি। সেই কোম্পানিতে কিছুদিন আমি কর্মচারী ছিলাম। একটা রাজনৈতিক দলের যৌথ নেতৃত্ব থাকে আভ্যন্তরীণ গণতন্ত্র থাকে। তার ন্যূনতম ওই দলের মধ্যে নেই। দীর্ঘদিনের জন প্রতিনিধি হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই নির্বাচনকে ক্ল্যারিকাল জবের থেকে বেশি নম্বর দিতে রাজি নই।’

আরও পড়ুন : Rahul Gandhi: ‘২ ভারত – একটি ধনীদের, অন্যটি গরিবদের’, বেকারত্বের জ্বালা মনে করিয়ে কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ রাহুলের

আরও পড়ুন : Mamata Banerjee: ‘ভবিষ্যতে উত্তর প্রদেশেও লড়ব’, কবে লড়বেন? জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়