গোয়ালিয়র থেকে ঝাড়গ্রাম পর্যন্ত চালু হতে পারে নতুন ট্রেন, কাশীপুরের জনসভায় জল্পনা উসকে দিলেন গোয়েল
কাশীপুরের সভা থেকে গোয়েল আরও জানান, গোয়ালিয়র থেকে ঝাড়গ্রাম রেক চালু নিয়ে যৌথভাবে ভাবনাচিন্তা করুক কেন্দ্র ও রাজ্য। এরফলে, অনেকে কাজ পাাবেন। বেকার যুবকদের কর্মসংস্থান হবে।
পুরুলিয়া: যোগী থেকে মোদী। নির্বাচনের জেরে বাংলা সফরে ঘন ঘন আসছেন বিজেপির(BJP) হেভিওয়েট নেতামন্ত্রী। এ বার, কাশীপুরের জনসভায় কমলাকান্ত হাঁসদার সমর্থনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দাগেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)।
এদিন, পীযূষ (Piyush Goyal) শাসকশিবিরকে তোপ দেগে বলেন, ‘রাজ্যে রেলের প্রায় ৫০ হাজার কোটি টাকার কাজ বাকি পড়ে আছে। কোথাও জমি অধিগ্রহণ করা হচ্ছে না, কোথাও আটকে থাকছে কাজ।’ কাশীপুরের সভা থেকে গোয়েল আরও জানান, গোয়ালিয়র থেকে ঝাড়গ্রাম রেক চালু নিয়ে যৌথভাবে ভাবনাচিন্তা করুক কেন্দ্র ও রাজ্য। এরফলে, অনেকে কাজ পাাবেন। বেকার যুবকদের কর্মসংস্থান হবে।
বিজেপি (BJP) ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন বসানো থেকে শিক্ষকদের বেতন বৃদ্ধি-সহ একাধিক প্রতিশ্রুতির কথা এদিন ঘোষণা করেন পীযূষ।
आज प.बंगाल के पुरुलिया में जनसभा को संबोधित किया। राज्य सरकार से त्रस्त बंगाल की जनता प्रधानमंत्री @NarendraModi जी के नेतृत्व में राज्य को विकास के मार्ग पर आगे बढ़ाने के लिए उत्साहित है।
यह चुनाव बंगाल के भविष्य की दिशा, और राज्य की दशा, दोनों बदलने वाला है। pic.twitter.com/LLtOVs78D2
— Piyush Goyal (@PiyushGoyal) March 21, 2021
পাশাপাশি, বর্তমান সরকারের তুলোধনা করে রেলমন্ত্রী (Piyush Goyal) বলেন, ‘এখানে সরস্বতী পুজো, দুর্গাপুজো করতে দেওয়া হয় না। মুখ্যমন্ত্রী জয় শ্রী রাম শুনলে খেপে যান।’ উদাহরণস্বরূপ, ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিবস পূর্তির অনুষ্ঠানে জয় শ্রী রাম ধ্বনি দেওয়ায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ পরিত্যাগের ঘটনাটি টেনে আনেন।
রবিবার, কাশীপুরের এই জনসভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও একুশের নির্বাচনের বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা।
আরও পড়ুন: অধীরের গড়েই জোট জট! বামেদের ঘোষিত আসনে প্রার্থী দিল কংগ্রেসও