উত্তরে করোনার বলি বৃদ্ধ
TV9 বাংলা ডিজিটাল: করোনা (COVID-19) সংক্রমণে মৃত্য়ু হল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)-এর রায়গঞ্জের এক বৃদ্ধের। দিন ছয়েক আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার সেখানেই তাঁর মৃত্য়ু হয়। মৃতের নাম বিনয়কৃষ্ণ দাস (৭৫)। উত্তরবঙ্গে ভালই মালুম হচ্ছে শীতের আমেজ। আর শীতের সঙ্গে বাড়ছে কোভিড-১৯ (COVID-19) সংক্রমণের ঝুঁকিও। এখনও অবধি উত্তর দিনাজপুর জেলায় করোনা […]
TV9 বাংলা ডিজিটাল: করোনা (COVID-19) সংক্রমণে মৃত্য়ু হল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)-এর রায়গঞ্জের এক বৃদ্ধের। দিন ছয়েক আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার সেখানেই তাঁর মৃত্য়ু হয়। মৃতের নাম বিনয়কৃষ্ণ দাস (৭৫)।
উত্তরবঙ্গে ভালই মালুম হচ্ছে শীতের আমেজ। আর শীতের সঙ্গে বাড়ছে কোভিড-১৯ (COVID-19) সংক্রমণের ঝুঁকিও। এখনও অবধি উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫২৪ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৩৯ জন।
আরও পড়ুন: ‘এতদিন লকডাউনের পর আবার ধর্মঘট কীসের!’
রায়গঞ্জের উকিল পাড়ার বাসিন্দা ছিলেন বিনয়কৃষ্ণ। গত ১৮ নভেম্বর তাঁর কোভিড-১৯ (COVID-19) রিপোর্ট পজিটিভ আসে। ভর্তি করা হয় রায়গঞ্জেরই একটি কোভিড হাসপাতালে। রবিবার রাতে সেখানেই তাঁর মৃত্য়ু হয়।