Sukanta Majumdar at Kaliagunj: ছাত্রীর দেহ হিঁচড়ে নিয়ে যাওয়ায় পুলিশকে কাঠগড়ায় দাঁড় করাল বিজেপি, মৃতার বাড়িতে সুকান্ত
Sukanta Majumdar at Kaliagunj: মৃতার বাড়িতেও এদিন পৌঁছে যান সুকান্ত। কথা বলেন, ছাত্রীর পরিবার-পরিজনের সঙ্গে। সূত্রের খবর, সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে ছাত্রীর পরিবারও।
কালিয়াগঞ্জ: ছাত্রীর মৃত্যু ঘিরে শুক্রবারই উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। মৃতার পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। শনিবার সেই মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। থমথমে কালিয়াগঞ্জে গিয়ে প্রথমেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, ময়নাতদন্তের আগেই কীভাবে পুলিশ আত্মহত্যা বলে চিহ্নিত করল? ছাত্রীর দেহ উদ্ধারের পর শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকা। টিয়ার গ্যাস ছু়ড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। ইতিমধ্যেই বিজেপি নেতা অমিত মালব্য টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে মৃতার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সেই ঘটনাস্থলেই পৌঁছলেন সুকান্ত মজুমদার।
এলাকায় পৌঁছে সুকান্ত বলেন, ‘পুলিশ বলছে ছাত্রী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ কীভাবে এটা বলতে পারে? গ্রামবাসীরা বলছে, ওই ছাত্রীর সঙ্গে কুকর্ম করা হয়েছিল। তাঁরা দেখেছেন কী অবস্থায় পড়ে ছিল ছাত্রীর দেহ।’ পুলিশ প্রশাসনের আচরণ পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত। সুকান্ত জানিয়েছেন, মৃত ছাত্রীর পরিবার রাজি থাকলে সিবিআই তদন্তের জন্য হাইকোর্ট যাবে বিজেপি। মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ার কথাও বলেছেন তিনি।
মৃতার বাড়িতেও এদিন পৌঁছে যান সুকান্ত। কথা বলেন, ছাত্রীর পরিবার-পরিজনের সঙ্গে। সূত্রের খবর, সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে ছাত্রীর পরিবারও।
শুক্রবার সকালে ছাত্রীর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারাই পুকুরের ধার থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করেন। বাসিন্দাদের দাবি, ছাত্রীর শরীর বিবস্ত্র ছিল। এরপরই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে এলাকার বাসিন্দারা। মৃতদেহ আটকে রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
In this video, the body West Bengal Police is insensitively dragging is that of a minor rape and murder victim from the Rajbongshi community in Uttar Dinajpur’s Kaliaganj. Such haste is often seen when the purpose is to eliminate or dilute evidence and cover up the crime… pic.twitter.com/zgz2Rxlik1
— Amit Malviya (@amitmalviya) April 22, 2023
তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, এই ঘটনায় যে বা যারা দোষী হোক না কেন, সে শাস্তি পাবে। আইন আইনের পথে চলবে বলে মন্তব্য করেছেন তিনি।